সাফ ফুটবল ফেডারেশন
Published : 02 Mar 2025, 11:50 PM
হঠাৎ করেই দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আনোয়ারুল হক হেলাল।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তিনি।
“হ্যাঁ, সাফে সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছি। চিঠিতে আমি ব্যক্তিগত কারণেই কথাই লিখেছি। এ মুহূর্তে বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলতে চাইছি না।”
২০১৫ থেকে সাফের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন হেলাল। চলতি বছরের শুরুতে নতুন চুক্তি করেছিলেন এই অভিজ্ঞ সংগঠক। গত ২৮ ফেব্রুয়ারি হেলাল পদত্যাগ করলেও বিষয়টি প্রকাশ্যে আসে রোববার।
দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্তা সংস্থার সভাপতি পদে আছে বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন।