এশিয়ান কাপ বাছাই
Published : 27 May 2025, 09:56 PM
নানা বিড়ম্বনার পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকেট বিক্রি করতে পেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি এবার হামজা-সামিতদের নিয়ে তৈরি হওয়া উন্মাদনা কাজে লাগাতে নতুন উদ্যোগ নিচ্ছে। দেশের আটটি বিভাগে ‘ফ্যান জোন’ করা হবে বলে জানিয়েছেন, বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। টিকেট কালোবাজারি বন্ধেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আগামী ৪ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুনে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে দল।
গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীরা। এবার তিনি ঘরের মাঠে খেলতে নামার অপেক্ষায়।
হামজা, সামিত সোমদের আগমণে দেশের ফুটবল নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাফুফে তাই উদ্যোগী হচ্ছে, এই জোয়ার ধরে রাখার। এজন্য ‘ফ্যান জোন’ করতে চাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন তাজওয়ার।
“আমাদের একটা ফ্যান জোন হবে। কালচারাল ইভেন্ট হবে। আমরা এটা নিয়ে একটা পরিকল্পনা করেছি। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। প্রথম ইস্যু ছিল টিকেট নিয়ে, সেটা সফলভাবে শেষ করেছি। পরের কালচারাল প্রোগ্রাম-ফ্যান জোন। এসব নিয়ে এখন চ্যালেঞ্জ ফেস করছি। এটা নিয়ে কাজ করছি। আগামী ৫ দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে।”
“দেশের ৮টি বিভাগে ৮টি ফ্যান জোন হবে। স্টেডিয়ামের চতুর্দিকে লেজার শো থাকবে। কনসার্ট হবে। ফ্যান জোনে ফুটসাল গেম, পেনাল্টি শট হবে। ম্যাজিক ও সার্কাস শো হবে।”
অনলাইনে টিকেট বিক্রি করতে গিয়ে বহুমুখী সমস্যায় পড়েছিল বাফুফে। হ্যাকারদের কবল পড়ার অভিযোগও করেছিলেন তাজওয়ার। সে সমস্যা মিটে যাওয়ায় এবার টিকেট কালোবাজারি বা জাল টিকেট বিক্রি রুখতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন তিনি।
“টিকেট কালোবাজারি নিয়ে কথা উঠেছিল। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা সেদিন (ম্যাচের দিন) ম্যাজিস্ট্রেট রাখব। সেদিন যদি কোনও জাল টিকিট পাই, সঙ্গে সঙ্গে তাকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হবে।”
“যদি টিকিট ভেরিফাই করি, টিকিটের নাম থাকবে, নম্বর থাকবে ও একটা ইমেল আইডি থাকবে। এক্ষেত্রে কোনো মিস ম্যাচ যদি হয়, কোনও দর্শক যদি মাঠে এসে না ঢুকতে পারে, কিউআরকোড স্ক্যানিংয়ের জন্য। আমরা যদি প্রমাণ করতে পারি যে এটা একটা জাল টিকিট, আমরা যে দর্শক, যার নামে টিকিট, উনার নামে মামলা হবে।”