দাবা
Published : 12 Jun 2025, 08:22 PM
দুটি দাবা প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন বাংলাদেশের দুই দাঁবাডু। তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলঙ্কার আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ফাহাদ রহমান ভিয়েতনামের প্রতিযোগিতায় হয়েছেন রানারআপ।
কলোম্বোয় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র (অনুর্ধ্ব-২০ বছর) র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে ফিদে মাস্টার তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হন। ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপের জন্য শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার সাথে টাই করেন এবং টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জয় করেন।
এই প্রতিযোগিতায় ৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ষষ্ঠ হয়েছে। বালিকা বিভাগে ৩ পয়েন্ট নিয়ে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ৩৬তম হন।
ভিয়েতনামের কুয়াংয়ের হা লং সিটিতে অনুষ্ঠিত ২য় কুয়াং নিন গ্র্যান্ডমাস্টার-২ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রানারআপ হয়েছেন। ১০ খেলায় সাড়ে ৫ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করেন তিনি।
এ আসরে থাইল্যান্ডের আন্তর্জাতিক মাস্টার লাওহাউইরাপাপ প্রিন সাড়ে ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। ৫ টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার ও ৩ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৬ জন খেলোয়াড় ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে অংশগ্রহণ করেন।