স্প্যানিশ ফুটবল
Published : 03 Jun 2025, 07:30 PM
১৫ বছর বয়সী একজন এলেন মূল দলের সঙ্গে অনুশীলনে। আর্থিক কারণে বার্সেলোনার তখন যা পরিস্থিতি, তাতে মাঝেমধ্যেই এমন অনেক খেলোয়াড় আসছিল। তাদেরই একজন সম্পূর্ণ চমকে দেন রবের্ত লেভানদোভস্কিকে। অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার তার দীর্ঘ ক্যারিয়ারে কখনও এমন কাউকে দেখেননি। সেই লামিনে ইয়ামাল এখন বার্সেলোনার আক্রমণের প্রাণ হয়ে উঠেছেন। লেভানদোভস্কি নিশ্চিত তার পরামর্শ শুনলে অনেক বছর ফুটবলে রাজত্ব করবেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।
স্পেন ও বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটছে ইয়ামালের। ১৭ বছর বয়সী এই খেলোয়াড় পায়ের কারিকুরিতে মুগ্ধতা ছড়াচ্ছেন নিয়মিত। তাকে খুব কাছ থেকে দেখা লেভানদোভস্কি স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বললেন ইয়ামালকে প্রথম দেখার অনুভূতি।
“প্রথমবার যখন লামিনে আমাদের সঙ্গে অনুশীলন করতে এলো, আমার মনে আছে। তখন তার বয়স ছিল ১৫। এর আগ পর্যন্ত আমি কখনও এমন প্রতিভাবান কোনো খেলোয়াড় দেখিনি, বিশেষ করে এই বয়সে। সে এমন একজন খেলোয়াড় যার চিন্তা-ভাবনা খুবই পরিষ্কার, দেখে মনে হয় না তার বয়স কেবল ১৭। ট্যাকটিকস এবং মাঠে আমরা যেসব ব্যাপার নিয়ে কথা বলি, সেগুলোর ব্যাপারে খুবই পরিণত।”
লেভানদোভস্কি নিশ্চিত আগামী মৌসুমে আরও বেশি চ্যালেঞ্জ সামলাতে হবে ইয়ামালের। বিশেষ করে ১৮ পূর্ণ হওয়ার পর আরও কড়া ট্যাকল সামলাতে হতে পারে তাকে।
“এই জুলাইয়ে তার বয়স হবে ১৮… আমার মনে হচ্ছে, এবার প্রতিপক্ষ তার বিপক্ষে আরেকটু কড়া হবে, তবে এটা স্বাভাবিক। তাই লামিনের এ বিষয়ে মাঠে একটি সমাধান বের করে নিতে হবে, সেটা বল পায়ে এবং বল ছাড়াও।”
মাঠে নিয়মিত কথা বলেন লেভানদোভস্কি। মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়েও পরামর্শ দেন ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার। দীর্ঘ একটি মৌসুম শেষে তরুণ সতীর্থকে যথাযথ বিশ্রাম নেওয়ার তাগিদ দিলেন তিনি।
“আমি মনে করি, মৌসুম শেষে তার বিশ্রাম নেওয়াটা খুব জরুরি। আমি নিশ্চিত, এই মৌসুমের পর সে মানসিকভাবে আরও ক্ষুধার্থ থাকবে। যখন এই বয়সে কেউ প্রতি তিন দিনে ম্যাচ খেলে সেটাও এই পর্যায়ে, মোটেও সহজ নয়। নিজের মানসিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতার জন্য বিশ্রাম নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমি এমন কোনো খেলোয়াড় দেখিনি যে ১৭ বা ১৮ বছর বয়সে এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে।”
লা লিগা শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদকে দুটি ফাইনালে হারিয়ে জিতেছে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা। মৌসুমের শেষ দিকে ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে বার্সেলোনা। কেউ কেউ এটাকে দেখছেন দলটির চতুর্থ শিরোপা হিসেবে, তাদের সঙ্গে একমত লেভানদোভস্কি।
“লামিনের সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার জন্য আরেকটি ট্রফি কি না? হ্যাঁ। আমি মনে করি, লামিনে দুর্দান্ত এক প্রতিভা। আর মানসিকভাবে সে এরই মধ্যে ২৩ বা ২৪ বছর বয়সী। আমি মনে করি, গত তিন মাসে সে অনেক উঁচু পর্যায়ে ফুটবল খেলেছে। যদি দলে লামিনের মতো একজন থাকে, যে ফুটবল নিয়ে অনেক কারিকুরি করতে পারে, সেই দল আক্রমণের দিক থেকে ভীষণ বিপজ্জনক হয়ে যায়।”
ইয়ামালের সামনে দীর্ঘ ক্যারিয়ার। এতো লম্বা পথ শীর্ষ পর্যায়ে থাকতে পরামর্শ দিলেন লেভানদোভস্কি। বললেন, দিনের পর দিন ঘাম ঝরিয়ে যেতে।
“আমি মনে করি, যদি লামিনের পরিশ্রমের ইচ্ছা থাকে, তাহলে কেবল এক বা দুই বছর নয়, পাঁচ, ছয় কিংবা সাত বছর, সে অনেক অনেক বছর শীর্ষ পর্যায়ে খেলতে পারবে এবং অনেক ট্রফি জিতবে।”
কেউ কেউ এই বছর ইয়ামালের ব্যালন দ’র জয়ের সম্ভাবনা দেখছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে লেভানদোভস্কি খোঁচা মারলেন ব্যালন দ’রের নীতি নির্ধারকদের।
“তার (ব্যালন দ’র) জেতার সম্ভাবনা আছে, অবশ্যই। তবে ব্যালন দ’রের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে। এই বছরের জন্য তাদের যে নিয়ম তার উপর অনেক কিছু নির্ভর করছে। প্রতি বছর তাদের ভিন্ন ভিন্ন নিয়ম থাকে। এটা নির্ভর করে কাকে বিজয়ী দেখতে তারা চায় এবং এই বছরের জন্য নিয়ম কী।”
“যদি বার্সেলোনার কোনো খেলোয়াড় ব্যালন দ’র জেতে সেটা হবে দারুণ ব্যাপার। তবে দিন শেষে আমি নিশ্চিত নই, এই মৌসুমের জন্য গুরুত্বপূর্ণ নিয়মগুলো কী।”