Published : 18 Jun 2018, 09:11 PM
এক বছরের জন্য ব্রিটিশ এই কোচের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চলতি জুনের প্রথম সপ্তাহে আসার কথা থাকলেও ঈদের কারণে সোমবার এসেছেন তিনি।
অবশ্য প্রধান কোচকে ছাড়াই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এশিয়ান গেমস ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দল।
আগামী বুধবার কোচ গণমাধ্যমের মুখোমুখি হবেন। এরপরই মামুনুল-জাফরদের নিয়ে কাজ শুরু করবেন তিনি।
আগামী ১৮ অগাস্টে জাকার্তা-পালেমবাংয়ে শুরু হবে এশিয়ান গেমস। এরপর অক্টোবরে ঢাকায় শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ।