Published : 08 Dec 2020, 10:47 PM
এক বিবৃতিতে মঙ্গলবার সার্বিয়ান এই ফুটবলারের ডান পায়ের মাংশপেশির চোটের বিষয়টি জানায় রিয়াল। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি।
২০১৯ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ছয় কোটি ইউরো ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়া ইয়োভিচ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে পাঁচ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা-মরার লড়াইয়ে বুধবার ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ।