Published : 19 May 2021, 11:33 PM
দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসের জন্য চার জন গোলরক্ষকের নিবন্ধন করেছিল রিভার প্লেট। তারা সবাই কোভিড-১৯ আক্রান্ত হয়ে আপাতত মাঠের বাইরে আছেন।
কদিন আগে বোকা জুনিয়র্সের বিপক্ষে নিজেদের যুব দলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আলান লিওনার্দো দিয়াসকে খেলিয়েছিল রিভার প্লেট। কোপা লিবের্তাদোরেসের কর্তৃপক্ষের কাছে তাকে খেলানোর জন্য অনুরোধ করলেও তাতে কাজ হয়নি।
আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বিকল্প ভাবতে শুরু করেন কোচ মার্সেলো গালার্দো। আর্জেন্টাইন পত্রিকা ওলে জানায়, গোলরক্ষক হিসেবে পেরেসকে পরীক্ষা করে দেখেছেন তিনি। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তবে কোপা লিবের্তাদোরেসের জন্য তিনি নিবন্ধিত এবং তাকেই একমাত্র বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ঘরের মাঠে কলম্বিয়ার দল সান্তা ফের মুখোমুখি হবে রিভার প্লেট।