Published : 14 Jun 2021, 07:00 PM
আসরে হামেসের অংশগ্রহণ প্রায় নিশ্চিত ছিল। তবে সবাইকে চমকে দিয়ে তাকে বাদ দিয়ে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়।
এ মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলে কলম্বিয়া। সেই দল ঘোষণার সময়ই কলম্বিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল, চোটে ভুগছেন রদ্রিগেস। তাই খেলতে পারবেন না বাছাই ও কোপা আমেরিকায়। তবে, ২৯ বছর বয়সী এই ফুটবলার ঠিক কী ধরনের চোটে ভুগছিলেন, তা জানানো হয়নি।
পেশির চোটে অবশ্য এই মৌসুমে এভারটনের হয়ে বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি তিনি।
কলম্বিয়ার হয়ে ৮০ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হামেস। সবশেষ খেলেছেন গত বছর একুয়েডরের বিপক্ষে, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। বছরের শুরুতে নতুন কোচ রুয়েদা দায়িত্ব নেওয়ার পর এখনও দেশের হয়ে খেলা হয়নি তার। অবশ্য চলতি বছরে কোপা আমেরিকার আগে বাছাইয়ের ওই দুটি ম্যাচই খেলেছে কলম্বিয়া।
রোববার ইনস্টাগ্রাম লাইভে কোপা আমেরিকার দল থেকে বাদ পড়ার জন্য কোচকে দায় দেন হামেস। দাবি করেন, কোচের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বলি হয়েছেন তিনি।
“তিনি (রুয়েদা) বলেছেন, ‘আমি তোমাকে গোনায় ধরি না, কারণ খেলোয়াড় হিসেবে আমি তোমাকে পছন্দ করি না। এটাই যদি হয় কারণ, তাহলে আমি লড়াই বন্ধ করব এবং চলে যাব।”
“সবসময় আমি আরও ভালো করার চেষ্টা করি। আমি চাই, ছেলেরা ভালো খেলুক এবং কোপায় চ্যাম্পিয়ন হোক। তবে ভালো ব্যাপার হচ্ছে মানুষ জানে আমি কোপা আমেরিকায় খেলতে চেয়েছিলাম।”
রদ্রিগেসের বাদ পড়ার পেছনে অনেকেই তার পড়তি ফর্মকে দায়ী করলেও তা মানতে নারাজ তিনি। সমালোচকদের মনে করিয়ে দিয়েছেন নিজের অবদান।
“অনেকে বলছেন যে আমি ভালো খেলছি না। তাদের মনে করিয়ে দিতে চাই, জাতীয় দলে ৮০ টি ম্যাচ খেলেছি আমি। এর মধ্যে খারাপ খেলেছি কয়টি ম্যাচে? ৫ টি। আর বাকি ৭৫ ম্যাচে?