Published : 07 Sep 2021, 03:48 PM
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে মঙ্গলবার প্রথম সেটে ৬-১ ব্যবধানে উড়ে যান জোকোভিচ। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন ১-৬, ৬-৩, ৬-২, ৬-২ গেমে।
ছেলেদের এককে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে থাকা ৩৪ বছর বয়সী এই সার্বিয়ান তৃতীয় রাউন্ডে কেই নিশিকোরির বিপক্ষেও প্রথম সেটে হেরেছিলেন।
সেমি-ফাইনালের পথে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির মাত্তেও বেরেত্তিনি।
এ বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শিরোপা ঘরে তুলেছেন জোকোভিচ। লক্ষ্য এবার ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের।
বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শেষ আটে উঠার আনন্দ গ্রিসের মারিয়া সাকারির।
মেয়েদের এককে সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কানাডার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শেষ আটে উঠেছেন গ্রিসের মারিয়া সাকারি।
সেমি-ফাইনালে যেতে তাকে পেরুতে হবে সাবেক নাম্বার ওয়ান কারোলিনা প্লিসকোভা বাধা।
মেয়েদের এককে শেষ আটে আরও উঠেছেন ব্রিটিশ টিনএজ খেলোয়াড় এমা রাডুকানু ও টোকিও অলিম্পিকে সোনা জেতা সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচ।