Published : 11 Sep 2021, 02:52 PM
বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচটি ২-০ গোলে জেতে ব্রাজিল। কথা থাকলেও ওই ম্যাচের পর ক্লাবে ফেরেননি তিনি।
সেদিনই পরে সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্তে জানান, বেতন বকেয়া পড়ায় ক্লাবে না আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আলভেস।
যদিও আলভেস বা ক্লাব কেউই বকেয়া বেতনের মোট অঙ্কের ব্যাপারে কিছু জানায়নি, তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে সাবেক বার্সেলোনা রাইট-ব্যাকের।
বেলমন্তে জানান, তারা চেষ্টা করেছিলেন আলোচনার মাধ্যমে আলভেসের বকেয়া বেতনের বিষয়টি সুরাহার, কিন্তু তা আলোর মুখ দেখেনি।
"তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে এবং গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।”
"আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং কোচ হার্নান ক্রেসপোকে জানিয়ে দিয়েছি যে সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে তিনি আর পাবেন না।"
ইউরোপে ১৭ বছরের ঝলমলে ক্যারিয়ারে সেভিয়া, বার্সেলোনা, ইউভেন্তুস ও পিএসজিতে খেলার পর ২০১৯ সালে সাও পাওলোয় যোগ দেন সম্প্রতি ব্রাজিলের হয়ে অলিম্পিকে সোনার পদক জেতা আলভেস।
ক্লাবটিতে যোগ দিয়ে জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তিনি সাও পাওলোকে সমর্থন করতেন এবং দলটির হয়ে খেলাটা তার স্বপ্ন ছিল।
কোচ ও খেলোয়াড়দের সঙ্গে তাদের বেতন-ভাতা নিয়ে ব্রাজিলের ক্লাবগুলোর ঝামেলা বাধার খবর ইদানিং মাঝেমধ্যেই শোনা যায়।