Published : 09 Jun 2022, 10:08 PM
নাপোলির সাবেক কোচ গাত্তুসোর সঙ্গে বৃহস্পতিবার দুই বছরের চুক্তির কথা জানায় ভালেন্সিয়া। এসি মিলান ও ইতালির সাবেক এই মিডফিল্ডার হোসে বোর্দালাসের স্থলাভিষিক্ত হবেন।
এ মাসের শুরুতেই বোর্দালাসের সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ভালেন্সিয়ার। সদ্য শেষ হওয়া মৌসুমে বোর্দালাসের কোচিংয়ে কোপা দেল রের ফাইনালে হারে দলটি।
গাত্তুসো ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সেরি আর দল নাপোলির দায়িত্ব সামলান। এ সময় কোপা ইতালিয়া শিরোপা জেতে দলটি।
৪৪ বছর বয়সী এই কোচ গত গ্রীষ্মে ফিওরেন্তিনার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু অফিসিয়ালভাবে কাজ শুরুর আগেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। তখন এর পেছনের কোনো কারণ অবশ্য জানা যায়নি ।
২০২১-২২ মৌসুমে ভালেন্সিয়া লা লিগা শেষ করে টেবিলের নবম স্থানে থেকে। ছয় বারের স্প্যানিশ চ্যাম্পিয়নরা টানা তিন মৌসুম ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে।