Published : 14 Jul 2022, 04:31 PM
গত জুনে এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় কেসিয়ের। মিলানে পাঁচ বছরের অধ্যায়ে পরিপূর্ণ একজন মিডফিল্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন কেসিয়ে। চলতি মাসের শুরুতে ফ্রি ট্রান্সফারে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিতে ২৫ বছর বয়সী এই ফুটবলার যোগ দেন বার্সেলোনায়।
এই গ্রীষ্মে চূড়ান্ত ঘোষণা এলেও তোরের বার্সেলোনায় যোগ দেওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল কয়েক মাস আগেই। স্প্যানিশ ক্লাব রেসিং সান্তান্দারের হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছিল রিয়াল মাদ্রিদেরও। শেষ পর্যন্ত তাকে দলে টেনে নেয় বার্সেলোনা। এবারের দলবদল শুরুর পর আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রেসিংয়ের হয়ে ৩৪ ম্যাচে ১০ গোল করেন তোরে। সতীর্থদের দিয়ে ১১টি গোলও করান ১৯ বছর বয়সী এই ফুটবলার।
অভিজ্ঞ কেসিয়ে ও তরুণ তোরের জন্য গত বুধবার আরেক কাতালান ক্লাব ওলোতের বিপক্ষে ম্যাচটি ছিল বিশেষ এক উপলক্ষ্য। নতুন ক্লাবের হয়ে এদিন তারা খেলতে নামেন প্রথমবারের মতো। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন দুজনই। ম্যাচ শেষে এই দুই জনের খেলার প্রশংসা করেন শাভি।
“যদিও আমরা মাত্র এক সপ্তাহের জন্য অনুশীলন করেছি, তবে তারা দলের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। শারীরিকভাবে কেসিয়ে খুব শক্তিশালী একজন খেলোয়াড় যে, নিচে নেমে খেলতে পারে এবং ক্রস দিতে পারে।”
“পাবলো খুব প্রতিভাবান। সে প্রথমার্ধে দারুণ খেলেছিল, খুব ভালো একটি পাস দিয়েছিল। শুরুর একাদশে থাকাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের খেলার ধরন সম্পর্কে তাদের ধারণা দেবে।”