Published : 25 Jun 2025, 10:18 AM
গত জানুয়ারিতে ‘ফুটবলের রাজা’ পেলের সঙ্গে নেইমারের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে সান্তোস ফুটবল ক্লাব ক্যাপশন দিয়েছিল, “রাজপুত্র ফিরে এসেছে।” এবার পেলের সঙ্গে নেইমারের আরেকটি ছবি পোস্ট করেছে সান্তোস, সেখানে লেখা হয়েছে, “রাজপুত্র রয়ে যাচ্ছে।”
যেটির মানে, সান্তোসেই রয়ে যাচ্ছেন নেইমার। এই ক্লাবে তার ছয় মাসের চুক্তি শেষ হওয়ার হচ্ছে আগামী সোমবার। এর আগে আগে হয়ে গেল নতুন চুক্তি। এই বছরের শেষ পর্যন্ত শৈশবের ক্লাবেই থাকছেন ব্রাজিলিয়ান তারকা।
ক্লাবের একটি সূত্র ইএসপিএন ব্রাজিলকে জানিয়েছে, আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।
সৌদি ক্লাব আল-হিলালে চোট জর্জরিত অধ্যায় শেষে গত জানুয়ারিতে যখন সান্তোসে নাম লেখান নেইমার, তার মূল উদ্দেশ্য ছিল প্রিয় ক্লাবের পরিচর্যা ও ভালোবাসায় আবারও পুরোপুরি ফিট হয়ে ওঠা এবং নিজেকে ফিরে পাওয়া।
এবার চুক্তির মেয়াদ বাড়িয়ে ৩৩ বছর বয়সী তারকা বলছেন, ক্যারিয়ারের অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চান এখানেই।
“সিদ্ধান্ত চূড়ান্ত করেছি আমি এবং হৃদয়ের কথা শুনেছি। সান্তোস শুধু আমার ক্লাব নয়, আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস ও আমার জীবন। এখানে ছেলেবেলায় এসে পরিণত হয়ে উঠেছি আমি এবং এখানে সত্যিকার অর্থেই ভালোবাসা পাই। আপন রূপে থাকতে পারি এখানে, সত্যিই সুখী থাকতে পারি।”
“এখানেই আমি নিজের স্বপ্ন পূরণ করতে চাই, আমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত অপূর্ণ আছে যা কিছু। কিছুই আমাকে আটকাতে পারবে না। চলে গিয়েছিলাম এখান থেকে, আবার ফিরেছি এবং রয়ে যাচ্ছি। যেখানে সব শুরু হয়েছিল, সেখানে কখনোই শেষ হওয়ার নয়।”
সান্তোসে গত ছয় মাসে অবশ্য মাঠের ফুটবলে জ্বলে উঠতে পেরেছেন তিনি কম সময়ই। এখানেও চোট তার পিছু ছাড়েনি। পেশির চোট নিয়ে মাঠের বাইরে থাকতে হয়েছে উল্লেখযোগ্য সময়। দলটির হয়ে এ বছর ১৫ ম্যাচ খেলে ৩টি গোল করেছেন তিনি, গোলে সহায়তাও করেছেন ৩টি।
খুব একটা ছন্দে না থাকলেও নেইমারকে পেতে বেশ কিছু ক্লাব আগ্রহী ছিল বলে গত কিছুদিনে জানিয়েছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। এর মধ্যে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, এমন ক্লাবও আছে বলে দাবি ছিল তার। তাকে পেতে চেয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসিও। তবে পুরোপুরি ফিট হয়ে নিজেকে ফিরে পাওয়ার তাড়নায় তিনি সান্তোসে রয়ে গেলেন।
নেইমার সিনিয়র ক্লাবের বিবৃতিতে বলেন, “দারুণ একটি জুটির সূচনা করেছি আমরা এবং আশা করি, এটা অব্যাহত থাকবে।”
পারফরম্যান্স ভালো না হলেও নেইমারকে ধরে রাখতে মরিয়া ছিল সান্তোস। ক্লাবের সভাপতি এর মধ্যেই জানিয়েছেন, নেইমার আসার পর ক্লাবের সামাজিক মাধ্যমের বিকাশ ছিল রেকর্ড পরিমাণ এবং বাণিজ্যিক আয়েও এসেছে নতুন জোয়ার। চুক্তি হয়ে যাওয়ার পর তাই সভাপতি মার্সেলো তেইসেইরা দারুণ উচ্ছ্বসিত।
"ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এটি ঐতিহাসিক ও স্মরণীয় একটি দিন, সান্তোস ফুটবল ক্লাবের সমর্থকদের জন্য উপহার। আমাদের আদর্শ, আমাদের সন্তান, আমাদের ১০ নম্বর জার্সির রাজপুত্র রয়ে যাচ্ছে এখানেই।"
"ক্লাবের পুনর্গঠন প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ মোড়ে আছে এবং এই সময়টায় নেইমারকে আমাদের খুব প্রয়োজন ছিল, মাঠের ভেতরে-বাইরে সব জায়গায়।"
ব্রাজিলের শীর্ষ লিগে ফেরার পর চলতি মৌসুমে ১২ ম্যাচে তিন জয় নিয়ে ১৫ নম্বরে আছে সান্তোস। ক্লাব বিশ্বকাপের জন্য আপাতত লিগে বিরতি চলছে।