এএফসি চ্যালেঞ্জ লিগ
Published : 22 Aug 2024, 08:49 PM
প্রথমবারের মতো হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পড়েছে ‘এ’ গ্রুপে; সেখানে আছে ভারতের ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গল।
‘এ’ গ্রুপের অপর দুই দল লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব ও ভুটানের পারো এফসি। আগামী ২৬ অক্টোবর থেকে ভুটানের ভেন্যুতে হবে এই গ্রুপের ম্যাচগুলো।
ওয়েস্ট ও ইস্ট জোন- এই দুই ভাগে মোট ১৮টি দল অংশ নিবে। বসুন্ধরা কিংস আছে ওয়েস্ট জোনে। এই বিভাগে তিন গ্রুপে ভাগ হয়ে লড়বে মোট ১২ দল।
এই জোনের তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে পরের ধাপে খেলার টিকেট।
ঘরোয়া ফুটবলে পাঁচবার লিগ শিরোপা জেতা বসুন্ধরা কিংস এর আগেও এএফসির প্রতিযোগিতায় অংশ নিয়েছে, কিন্তু সেখানে দাপট দেখাতে পারেনি। তিনবার এএফসি কাপে অংশ নিয়ে একবারও পেরুতে পারেনি গ্রুপ পর্বের বৈতরণী।