বিশ্বকাপ বাছাই
Published : 10 Jun 2025, 04:28 PM
ক্লাব বিশ্বকাপের আগে শক্তি যতটা সম্ভব বাড়িয়ে নিচ্ছে ম্যানচেস্টার সিটি। টিয়ানি রেইন্ডার্সের পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি দলে এনেছে রায়ান আইত-নুরিকে।
স্বল্প সময়ের মধ্যে দুই জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারাল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর আলজেরিয়ান ডিফেন্ডার আইত-নুরি গেলেন সিটিতে।
২৪ বছর বয়সী লেফট ব্যাক আইত-নুরিকে দলে নেওয়ার ঘোষণা সোমবার দেয় সিটি। সে সময় আর্থিক দিক সম্পর্কে কিছু জানায়নি তারা। তবে ব্রিটিশ গণমাধ্যমে বলা হচ্ছে, সিটির খরচ হয়েছে ৩ কোটি ৩৭ লাখ পাউন্ড।
ফ্রান্সের ক্লাব অঁজি থেকে ২০২০ সালে ধারে উলভারহ্যাম্পটনে যান আইত-নুরি। পরের বছর পাকাপাকিভাবে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে। যেখানে তার চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর।
সিটিতে যোগ দিতে পেরে খুশির জোয়ারে ভাসছেন আইত-নুরি।
“সিটি বিশ্বের সেরা দলগুলোর একটি। আর এই ক্লাবের হয়ে খেলা স্বপ্নপূরণের মতো ব্যাপার।”
পেপ গুয়ার্দিওলার সঙ্গে কাজ করতে এবং স্প্যানিশ কোচের কাচ থেকে শিখতে মুখিয়ে আছেন আইত-নুরি। গত মৌসুমে মাঠের দুই প্রান্তেই নৈপুণ্য দেখিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত আসরে ডিফেন্ডারদের মধ্যে তার চেয়ে বেশি গোলে অবদান রেখেছেন কেবল একজন। ডিফেন্ডারদের মধ্যে গোল ও সুযোগ তৈরি- দুই ক্ষেত্রেই তিনি আছেন চার নম্বরে।
২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা তারা নিশ্চিত করতে পেরেছে লিগের শেষ দিন।
আগামী ১৮ জুন উইদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে শুরু হবে সিটির পথ চলা। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আল-আইন ও ইউভেন্তুস।