ইংলিশ ফুটবল
Published : 26 Feb 2025, 06:12 PM
সপ্তাহ দুয়েক আগের মার্সিসাইড ডার্বিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই ক্লাবকেই শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি লিভারপুল কোচ আর্না স্লটকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন।
গুডিসন পার্কে গত বুধবার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে যোগ করা সময়ের অষ্টম মিনিটে জেমস তার্কোভস্কির গোলে ২-২ ড্র করে স্বাগতিক এভারটন। অন্তিম সময়ে লিভারপুলের জয় হাতছাড়া হওয়ার মধ্যেই মূলত ওই ঘটনার শুরু।
সমতাসূচক গোলের পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উদযাপন করেন এভারটনের দুকুরে, যা তাতিয়ে দেয় লিভারপুলের কার্টিস জোন্সকে, রেগে গিয়ে প্রতিবাদ জানান তিনি। ম্যাচ শেষ হতেই শুরু হয় হাতাহাতি, তাতে যোগ দেন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা।
ওই ঘটনায় দুকরে ও জোন্সকে লাল কার্ড দেখান রেফারি। স্লটকেও দেখানো হয় লাল কার্ড।
পরদিন লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য’ স্লটকে রেফারি মাইকেল অলিভার লাল কার্ড দেখিয়েছিলেন বলে জানায়।
ওই সময়ই স্লটকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবৃতিতে বলা হয়। যদিও এক ঘণ্টা পরই সেই বিবৃতি মুছে ফেলা হয়। এবার অবশ্য দেশটির ফুটবল অ্যাসিসিয়েশন (এফএ) এই শাস্তির ঘোষণা দিয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে প্রিমিয়ার লিগে বুধবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এবং আগামী ৮ মার্চ সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ টাচলাইনে থাকতে পারবেন না স্লট। তবে, এই দুই ম্যাচের মাঝে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ডাগআউটে থাকতে সমস্যা নেই জার্মান কোচের।
নিষেধাজ্ঞার পাশাপাশি স্লটকে ৭০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।
স্লটের সহকারী সিপকে হুলশফকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি তাকে জরিমানা দিতে হবে সাত হাজার পাউন্ড। এছাড়া দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় লিভারপুলকে ৬৫ হাজার পাউন্ড ও এভারটনকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
বুধবার এভারটনও মাঠে নামবে, ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে তারা।