Published : 03 Jun 2025, 07:42 PM
২০২৬ বিশ্বকাপে গরমে ফুটবলারদের ভোগান্তি পোহাতে হবে বলে মনে করেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। আবহাওয়ার সঙ্গে খেলোয়াড়রা কীভাবে নিজেদের মানিয়ে নেয়, সেটা পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ দেখতে যাবেন তিনি।
আগামী বছরের জুন-জুলাইয়ে ৪৮ দলের বিশ্বকাপ যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে উষ্ণতম আসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। সেখানে বিকালের ম্যাচগুলোতে খেলোয়াড়দের অবস্থা কেমন হয়, সেটা দেখতে চান টুখেল।
“আমেরিকা ও মায়ামিতে বিকাল তিনটার ম্যাচগুলো দেখা গুরুত্বপূর্ণ। আমি দেখব। আমাদের বুঝতে হবে কীভাবে খেলোয়াড়দের (গরমের মধ্যে) শীতল রাখতে হয়, পান করতে হয়, আমাদের বিকল্পগুলোই বা কী।”
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ‘কে’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে শীর্ষে আছে ইংল্যান্ড। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মূল পর্বে যাওয়াটা বলা যায় শুধু সময়ের ব্যাপার। বিশ্বকাপে ফেভারিটদের একটি থাকবে তারা। টুখেলের মতে, আসল চ্যালেঞ্জটা হবে কন্ডিশন।
“আসল অভিজ্ঞতা হবে খেলোয়াড়দের, তবে আমি অরল্যান্ডোতে প্রাক-মৌসুম করেছি। যদি আমাদের ভোগান্তি পোহাতে না হয়, তাহলেই বরং আমি খুব অবাক হব। এই বিশ্বকাপের শিরোনামগুলোর একটি হবে ভোগান্তি।”
বাছাইয়ে নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার বার্সেলোনায় অ্যান্ডোরার মুখোমুখি হবে ইংল্যান্ড। এখন স্পেনের আরেক শহর জিরোনায় প্রস্তুতি নিচ্ছে তারা। বিশ্বকাপে তীব্র গরমের কথা মাথায় রেখে অনুশীলনের অংশ হিসেবে উত্তপ্ত তাঁবু ব্যবহার করছে দলটি।
বিশ্বকাপ হবে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে, যেখানে সম্ভাব্য চরম তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। ১৪টি স্টেডিয়ামে তাপমাত্রা টুর্নামেন্টের সময় ‘সম্ভাব্য বিপজ্জনক মাত্রা’ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আয়োজক শহরগুলোর একটি ডালাসে স্বাভাবিক পরিস্থিতিতে জুন ও জুলাইয়ের গড়ে ৮০ শতাংশের বেশি দিন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, ২০ বছরের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ অনুসারে ১৬টি আয়োজক স্টেডিয়ামের মধ্যে ১৪টিতে জুন ও জুলাই মাসে দৈনিক ভিত্তিতে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে এবং চারটিতে ৩২ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো সুপারিশ করে যে, যদি ‘ওয়েট বাল্ব গ্লোব’ তাপমাত্রা ২৮-৩২ ডিগ্রির মধ্যে থাকে, তাহলে ম্যাচের ৩০তম ও ৭৫তম মিনিটের দিকে ‘কুলিং ব্রেক’ নেওয়া উচিত।
এতে বলা হয়েছে, যদি ‘ওয়েট বাল্ব গ্লোব’ তাপমাত্রা ৩২ ডিগ্রির বেশি থাকে, তাহলে অনুশীলন ও ম্যাচের সূচি পুনঃনির্ধারণ করা উচিত।