চ্যাম্পিয়ন্স লিগ
Published : 01 Jun 2025, 05:20 PM
গ্যালারিতে ভেসে উঠল বিশাল এক তিফো। তাতে ফুটে ওঠা ছবিটি এমন, পিএসজির পতাকা মাঠে পুঁতছেন লুইস এনরিকে, পাশে দাঁড়িয়ে তার মেয়ে জানা যার পরনে ফরাসি ক্লাবটির ৮ নম্বর জার্সি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ৬ বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করা পিএসজি কোচের মেয়েকে এভাবেই শ্রদ্ধা জানাল ক্লাবটির সমর্থকরা।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে তারা।
হাড়ের ক্যান্সারে ২০১৯ সালে ৯ বছর বয়সে মারা যাওয়া মেয়ের স্মরণে এদিন কালো টি-শার্ট পরেন এনরিকে। পিএসজিকে অধরা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর সমর্থকদের তৈরি করা সেই তিফো নজরে পড়ে তার।
ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে সেটি নিয়ে প্রশ্ন করা হলে নিজের অনুভূতি প্রকাশ করেন এই স্প্যানিশ কোচ।
“এটা খুবই আবেগময় ছিল। সমর্থকরা আমার পরিবার ও আমাকে নিয়ে ভাবছে, এটা চিন্তা করতেই ভালো লাগছে।”
“আমার মেয়েকে স্মরণ করতে আমি কোনো একটি ম্যাচ জেতা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রয়োজন অনুভব করি না। প্রতিদিন তার কথা ভাবি। সে আমাদের পরিবারের সঙ্গে আছে এবং আমরা হারলেও আমি তার উপস্থিতি অনুভব করি।”
১০ বছর আগে এনরিকে ও জানার একটি ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই তিফোর ছবিটি আঁকা হয়েছে। বার্লিনে ২০১৫ সালে ইউভেন্তুসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। ওই সময় স্প্যানিশ ক্লাবটির কোচ ছিলেন এনরিকে।
শিরোপা জয়ের পর এনরিকের মেয়ে ৫ বছর বয়সী জানা বার্সেলোনার জার্সি পরে পতাকা হাতে মাঠে দৌড়াচ্ছিলেন। সেই দৃশ্য দেখে হাসছিলেন এনরিকে। পরে মাঠের একবারে মাঝখানে মেয়েকে নিয়ে বার্সেলোনার পতাকা পুঁতেছিলেন তিনি।
মেয়েকে হারানোর ব্যথা এখনও অনুভব করেন এনরিকে। বার্সেলোনার পর পিএসজির হয়ে ট্রেবল জেতার পর মেয়েকে নিয়ে আবেগ ঝরল তার কণ্ঠে।
“জানা সবসময় আমাদের সঙ্গে আছে। আমরা সবসময় তাকে মনে করি, তাকে ভালোবাসি। চিরকাল তাকে আমাদের হৃদয়ে রাখব। আমার মনে হয়, সে এখানে আমাদের মাঝে দৌড়াত। এটি চমৎকার এক ভাবনা এবং সেটা পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারাও দারুণ ব্যাপার। ব্যানারটি দেখে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু মেয়েকে স্মরণ করার জন্য আমার ট্রফির প্রয়োজন নেই।”
মিউনিখের ফাইনালে নিজের দলকে যেন 'চিনতে পারেননি' ইন্টার মিলান কোচ
পিএসজির ঐতিহাসিক রাতে আরও যত রেকর্ড ও কীর্তি
চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে উন্মত্ত পিএসজি সমর্থকরা, এলো মৃত্যুর