ইংলিশ ফুটবল
Published : 22 Feb 2025, 09:47 PM
এভারটনের মাঠে শুরুতে তালগোল পাকিয়ে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে হজম করে বসল দুই গোল। দ্বিতীয়ার্ধের অনেকটা সময়ও ব্যবধান কমাতে পারল না তারা। চোখ রাঙাচ্ছিল আরেকটি হারের। শেষ দিকে ব্রুনো ফের্নান্দেস ও মানুয়েল উগার্তের গোলে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল হুবেন আমুরির দল।
গুডিসন পার্কে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। বেতো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আব্দুলাই দুকুরে। শেষ দিকে ৮ মিনিটের মধ্যে দুই গোলে নাটকীয়ভাবে হার এড়ায় ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে টানা দুই হারের পর এবার ড্র করল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
ঘরের মাঠের দর্শকদের শুরুতেই উল্লাসে মাতান বেতো। ১৯তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন দুকুরে। বক্সের মাঝে বল পেয়ে বাঁ পায়ের জোরাল শটে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড বেতো।
১৪ মিনিট পর জ্যাক হারিসনের শট ইউনাইটেডের রক্ষণে প্রতিহত হয়। পরের মিনিটেই দারুণ হেডে কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার দুকুরে।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। কিন্তু কোনোভাবেই জালের দেখা খুঁজে পাচ্ছিল না তারা।
হারের শঙ্কায় পরে যাওয়া দলটিকে আশার আলো দেখান অধিনায়ক ফের্নান্দেস। ৭২তম মিনিটে ফ্রি কিক থেকে চমৎকার গোল করেন পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার।
নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে সমতা টানেন উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার উগার্তে।
যোগ করা সময়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আরেকবার গর্জে ওঠে গুডিসন পার্কের গ্যালারি। রোমাঞ্চকর এক জয়ের স্বপ্ন দেখতে থাকে তারা। কিন্তু ভিএআর দেখে বাতিল করা হয় পেনাল্টি।
হতাশায় ভরা মৌসুমে লিগে টেবিলে ১৫তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বাদশ স্থানে এভারটন।