এশিয়ান কাপ বাছাই
Published : 09 Jun 2025, 06:22 PM
প্রতিপক্ষের মাঠে, দর্শকের সামনে খেলার চাপ আছে। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভিড় দেখে আসছে ম্যাচের উত্তাপ অনুভব করার কথাও বললেন সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা। তবে ভাঙা ভাঙা ইংরেজিতে এই জাপানি কোচ মনে করিয়ে দিলেন, স্রেফ ঘুরতে আসেনি তার দল।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। গোলশূন্য ড্রয়ে বাছাই শুরু করা দুই দলের সামনেই আছে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে ওঠার হাতছানি।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৩তম) চেয়ে এগিয়ে সিঙ্গাপুর (১৬১তম)। পরিসংখ্যানের পাতায় অফিসিয়াল ম্যাচে তারা বাংলাদেশের কাছে আজও অজেয়। সবশেষ ২০১৫ সালে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে এই জাতীয় স্টেডিয়াম থেকেই ফিরেছিল তারা।
দশ বছর পর সেই একই ভেন্যুতে বাংলাদেশকে অবশ্য হালকাভাবে নিচ্ছেন না ওগুরা। হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহামিদুল ইসলামের মতো প্রবাসী খেলোয়াড় যোগ হওয়ায় বাংলাদেশ যে আগের চেয়ে বদলে গেছে, তা মানছেন তিনিও।
“এই ম্যাচ ঘিরে সবার মনোযোগ দেখে আমি অনুভব করতে পারছি, বাংলাদেশ ভালো দল। আমাদের প্রস্তুতিও ভালো। কেবল আগামীকালের ম্যাচ নয়, এশিয়ান কাপের বাছাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আগামীকালের ম্যাচে আপাতত আমাদের মূল মনোযোগ। বাংলাদেশের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নেই। তবে তাদের নিয়ে ভীত হওয়ার দরকার নেই, কেননা, আমরাও চ্যালেঞ্জিং দল।”
“আমি হামজাদের সম্পর্কে বিস্তারিত জানি না। শুনেছি কয়েকজন প্রবাসী খেলোয়াড় বাংলাদেশ দলে যোগ দিয়েছে। কানাডা থেকে, ইতালি থেকে এসেছে। অবশ্যই তাদের আগমণ বাংলাদেশকে সহযোগিতা করবে। স্থানীয় প্লেয়ারাও তাদের পেয়ে আত্মবিশ্বাসী হবে।”
মালদ্বীপকে সবশেষ প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েই বাংলাদেশে এসেছে সিঙ্গাপুর। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে খেলা হারিস হারুন বর্তমানে দলটির অধিনায়ক, তার কাছ থেকেও এখানকার আবহ, প্রতিপক্ষ সম্পর্কে জেনেছেন কোচ। উপভোগ্য ম্যাচের প্রতিশ্রুতি দিয়ে ওগুরা বললেন, তারা বেড়াতে আসেননি বাংলাদেশে।
“আমি দেড় বছর সিঙ্গাপুরের দায়িত্বে আছি। আমাদের অধিনায়ক হারিস হারুন বাংলাদেশে খেলে গেছে। মালদ্বীপের ম্যাচের জয়ে আমাদের প্রস্তুতি পুরোপুরি হয়েছে কিনা, তা বলতে পারব না। কেননা, আমার কাছে অ্যাওয়ে ম্যাচ কঠিন ম্যাচ। আশা করি, এখানে আমরা টুরিস্ট হবো না। বাংলাদেশকে ভয় পাবো না। ভালো একটা ম্যাচ খেলার চেষ্টা করব আমরা।”
মালদ্বীপ ম্যাচে সেট-পিস থেকে গোল করা আমিরুল আদলিও হামাজা-শোমিতকে নিয়ে বাংলাদেশ শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করেন। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার কোচের সুরে সুর মিলিয়ে বললেন, ম্যাচটা উপভোগ করতে চান তারা।
“আমরা এখানে আসতে পেরে ভালো লাগছে। বাংলাদেশের বিপক্ষে আগামীকালের ম্যাচ খেলতে মুখিয়ে আছি। বাংলাদেশ ভালো দল। তাদের সাম্প্রতিক সময়ের কয়েকটা ম্যাচ আমি দেখেছি। ভারতের বিপক্ষে ড্র করেছে।”
“ম্যাচটা কেবল হামজার বিপক্ষে নয়, পুরো বাংলাদেশ দলের বিপক্ষে। আমি এশিয়ার অনেক ভালো খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি। আমরা জানি, ম্যাচটা কঠিন হবে। একই সাথে আমরা ম্যাচটা উপভোগ করতে চাই। আশা করি, ভালো একটা ম্যাচ হবে।”