সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
Published : 11 May 2025, 07:56 PM
জয়ের আশা জাগিয়ে মালদ্বীপের বিপক্ষে ড্র করে যে হতাশা ভর করেছিল, তা সরে গেছে ভুটানের বিপক্ষে পুরো ৩ পয়েন্ট পাওয়ায়। ওই ড্রকে ‘দূর্ভাগ্যজনক’ উল্লেখ করে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বললেন, দলের প্রতি আস্থা ছিল তার।
ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রোববার ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।
মুর্শেদ আলি ও সুমন সরেনের গোলে প্রথমার্ধে চালকের আসনে বসে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ছোটন বললেন, প্রথম ম্যাচের ব্যর্থতা সত্ত্বেও দলের প্রতি বিশ্বাস হারাননি তিনি।
“দুর্দান্ত একটা ম্যাচ খেলার জন্য ছেলেদের অভিনন্দন। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যেহেতু আমরা মালদ্বীপের বিপক্ষে দূর্ভাগ্যজনকভাবে ড্র করে এসেছিলাম। ছেলেরা তাদের শতভাগ দিয়ে ৩ পয়েন্ট নিয়ে এসেছে। আমার বিশ্বাস ছিল, ছেলেরা এটা করতে পারবে।”
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন ‘এ’ গ্রুপের সেরা হওয়ার অপেক্ষায়। ‘বি’ গ্রুপের তিন দলের মধ্যে বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাগতিক ভারত। গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনাও তাদের বেশি।
সেরা চারের লড়াইয়ে ভারতকে এড়ানোর উপায় নিজেদের হাতে নেই বাংলাদেশের। মালদ্বীপ-ভুটানের মধ্যকার মঙ্গলবারের ম্যাচ এবং ‘বি’ গ্রুপের বাকি ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করছে তা। ছোটন তাই চোখ রাখছেন অন্য গ্রুপের ম্যাচের দিকে।
“এখন আমরা ভারত, শ্রীলঙ্কা ও নেপালের গ্রুপটা দেখব। যারা আমাদের সামনে আসবে (সেমি-ফাইনালে), সে অনুযায়ী আমাদের পরিকল্পনা ঠিক করব।”