সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
Published : 20 May 2025, 06:55 PM
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষে নির্ধারিত সময়ে দেশে ফেরা হলো না বাংলাদেশ দলের। বৈরী আবহাওয়ার কারণে মুর্শেদ-ফয়সালদের বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফিরে গেছে কলকাতায়।
দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি ভারতে ফিরে যাওয়ার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে বলেছে, “আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।”
এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্লাইটি কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে। এটির সাড়ে ৭টায় ঢাকায় পৌঁছানোর কথা।
অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলটির ভারত থেকে মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকায় ফেরার কথা ছিল। ওই সময় আবহাওয়া বৈরী হলে উড়োজাহাজটি কলকাতায় ফিরে যায়।
নির্বাহী পরিচালক রাগীব সামাদ বলেন, “ইন্ডিগো এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিতে (6E-1105) জ্বালানির সংকটও ছিল। তাই এটি কলকাতায় অবতরণ করে।”
ফ্লাইট তদারকি বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতের স্থানীয় সময় ৩টা ৫৭ মিনিটে ফ্লাইটটি যাত্রা শুরু করে। উড়োজাহাজটি ছিল এয়ারবাস এ-৩২০ নিও মডেলের। বিকেল সোয়া ৫টায় এটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
ঢাকায় সকালে কিছুক্ষণ তীব্র রোদের পর দিনভর থেমে-থেমে বৃষ্টি হয়েছে। ফলে বৈরি আবহাওয়ার কারণে ফ্লাইটটি আসতে পারেনি।
অরুনাচলে হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে রোববার ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।