ক্লাব বিশ্বকাপ
Published : 02 Jun 2025, 09:12 PM
ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযানে নামার দিন দশেক আগে বড় একটা ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। পায়ে অস্ত্রোপচার করানোয় আসছে এই টুর্নামেন্টে খেলতে পারবেন না মিডফিল্ডার মাতেও কোভাচিচ।
ক্রোয়াট মিডফিল্ডারের অ্যাকিলিস টেন্ডনের চোট পুরোপুরি সারিয়ে তুলতে এই সময়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার সিটি। গ্রীষ্মের পুরোটা সময় তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন বলে জানিয়েছে ক্লাবটি।
এই চোটের কারণেই গত মাসে এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে খেলতে পারেননি ২০২৪-২৫ মৌসুমে ৪২ ম্যাচ খেলে সাত গোল করা কোভাচিচ।
বিশ্বকাপ বাছাইয়ে ক্রোয়েশিয়ার আসছে দুই ম্যাচের দলেও নেই ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। আগামী শুক্রবার জিব্রাল্টার ও ৯ জুন চেক রিপাবলিকের মুখোমুখি হবে ক্রোয়াটরা।
আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে মাসব্যাপী ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ১৮ জুন মরক্কোর ক্লাব উইদাদ এসির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে শিরোপাশূন্য মৌসুম কাটানো ম্যানচেস্টার সিটি।