ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 23 Jun 2024, 11:01 AM
স্কোর লাইন বলছে একপেশে ম্যাচ। গোছানো ও ছন্দময় ফুটবলে অনায়াস জয় পেয়েছে পর্তুগাল। তবে ৩ গোলে হেরেও সেটা মানতে নারাজ ভিনসেনজো মন্তেল্লা। তুরস্ক কোচের দাবি, ইউরোপের সেরা দলগুলোর একটির বিপক্ষে সমানতালে লড়াই করেছেন তারা।
ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে শনিবার ‘এফ’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে হারে তুরস্ক। বের্নার্দো সিলভা পর্তুগালকে এগিয়ে নেওয়ার পর আত্মঘাতী গোল করেন সামেত আকায়দন। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান ব্রুনো ফের্নান্দেস।
৪৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১১ শট নিয়েছিল তুরস্ক, এর তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে পর্তুগাল গোলের জন্য নেয় ১২ শট, এর তিনটি ছিল লক্ষ্যে।
মন্তেল্লা মনে করেন, স্কোর লাইন যা বলছে ম্যাচে লড়াই হয়েছে এর চেয়ে বেশি। বড় ব্যবধানে হারের জন্য শুরুতে সুযোগ কাজে লাগাতে না পারাকে দায় দিলেন তিনি।
“আমরা ভালো শুরু করেছিলাম। প্রথম ২০ মিনিটে আমরা সুযোগ পেয়েছিলাম কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আর প্রথম ভুলের জন্যই আমরা শাস্তি পেয়েছি।”
“প্রথম গোলের আগ পর্যন্ত লড়াই ছিল ভারাসাম্যপূর্ণ। দ্বিতীয় গোল ছিল খুব দুর্ভাগ্যজনক, ফুটবলে এই ব্যাপারগুলো ঘটেই। আর ভারসাম্যে পরিবর্তন এনে দেয়। আমি মনে করি, পুরো ম্যাচে আমরা ইউরোপের সেরা দলগুলোর একটির বিপক্ষে সমানে সমান লড়াই করেছি।… কখনও কখনও আমাদের সাহসিকতার অভাব ছিল, হতে পারে সেটা ম্যাচ নিয়ে অনেক বেশি ভাবার জন্য।”
আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চেক রিপাবলিকের মুখোমুখি হবে তুরস্ক। সেদিন একই সময়ে জর্জিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল।