Published : 27 Jun 2025, 09:54 AM
বেশ কিছুদিন পর চেনা চেহারায় দেখা গেল ভিনিসিউস জুনিয়রকে। একটি গোল করলেন ব্রাজিলিয়ান তারকা, সহায়তা করলেন আরেকটিতে। শাবি আলোন্সোর কোচিংয়ে রেয়াল মাদ্রিদ কেমন ফুটবল খেলতে পারে, সেটির একটি নমুনাও দেখা গেল। প্রত্যাশিত জয়ে তারা নিশ্চিত করল গ্রুপের শীর্ষস্থান।
ক্লাব বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে রেড বুল সালসবুর্ককে ৩-০ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শেষ দিকে গোল করেন ভিনিসিউস ও ফেদে ভালভের্দে, ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ান গন্সালো গার্সিয়া।
গোল না পেলেও ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন জুড বেলিংহ্যাম ও অহেলিয়া চুয়ামেনি। ভালো পারফর্ম করেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, আর্দা গিলের, ফ্রান গার্সিয়াও।
এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হলো শাবি আলোন্সোর দল। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ইউভেন্তুস।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে ফিলাডেলফিয়ায় এই ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলে সালসবুর্ককে চাপে রাখে রেয়াল মাদ্রিদ। প্রথম ভালো সুযোগটি আসে ২০তম মিনিটে। বেলিংহ্যামের দুর্দানত পাস থেকে বক্সের ভেতর ভিনিসিউস ফাঁকায় পেয়ে যান। তবে গোলকিপারকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি তিনি।
মিনিট দশেক পর সুবর্ণ একটি সুযোগ হারান গন্সালো।
৪০তম মিনিটে অবশেষে গোলের দেখা পান ভিনিসিউস। আবার নিজেদের অর্ধ থেকেই বেলিংহ্যামের অসাধারণ পাস পেয়ে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সের বাইরে থেকেই গড়ানো শটে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
দলের দ্বিতীয় গোলেও ভিনিসিউসের ছিল বড় অবদান। গিলেরের চমৎকার ছোঁয়া থেকে বক্সের ভেতর বিপজ্জনকভাবে ঢুকে যান ভিনিসিউস। গোলে শট না নিয়ে হুট করে আলতো ব্যাক হিল করেন তিনি ভালভের্দেকে। কাজ শেষ করতে ভুল করেননি এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে সালসবুর্ক কিছুটা গুছিয়ে নিয়ে আক্রমণ করলেও লাভ হয়নি। রেয়ালও ভালো কিছু সুযোগ হারায়। ৮৪তম মিনিটে রেয়ালের বড় জয় নিশ্চিত করেন গন্সালো গার্সিয়া।
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সালসবুর্কের রক্ষণভাগ। গার্সিয়া বল নিয়ে এগিয়ে দ্রুততায় বক্সের ভেতর ঢুকে ডান পাশ থেকে দারুণ ফিনিশিংয়ে পরাস্ত করেন গোলকিপারকে।
শেষ ষোলোয় আগামী মঙ্গলবার ইভেন্তুসের সঙ্গে লড়বে রেয়াল মাদ্রিদ।
একই দিনে পাচুকাকে ২-০ গোলে হারিয়ে 'এইচ' গ্রুপের রানার্স আপ হয়েছে আল-হিলাল। তারা নকআউটে লড়বে ম্যানচেস্টার সিটির সঙ্গে।