Published : 31 May 2025, 12:11 PM
সৌদি প্রো লিগ জয়ের উৎসব হয়ে গেছে বেশ আগেই। এবার সৌদি কাপে দারুণ জয়ে ঘরোয়া ‘ডাবল’ জিতে নিল আল-ইত্তিহাদ।
ফাইনালে শুক্রবার আল-কাদিসিয়াহকে ৩-১ গোলে হারায় আল ইত্তিহাদ। দুই গোল করে জয়ের নায়ক তাদের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক কারিম বেনজেমা।
সৌদি প্রো লিগ জয়েও তার ছিল বড় অবদান। ২০২২ ব্যালন দ’র জয়ী সাবেক রেয়াল মাদ্রিদ তারকা এবার সৌদি প্রো লিগের সেরা ফুটবলারের স্বীকৃতি পান।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ফাইনালে শুরু থেকেই দাপট ছিল আল-ইত্তিহাদের। তবে গোল আসছিল না। ২১তম মিনিটে সুযোগ হাতছাড়া করেন মুসা দিয়াবি। ৩২তম মিনিটে আল-কাদিসিয়াহর ডিফেন্ডার সাবেক রেয়াল মাদ্রিদ অধিনায়ক নাচোর হাতে বল লাগে বক্সের ভেতর। তবে ভিএআর পরীক্ষা করে পেনাল্টি দেননি রেফারি।
মিনিট দুয়েক পরই বক্সের ভেতর স্টিভেন বারহাইনের ক্রসে কাছ থেকে বুক দিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন বেনজেমা।
৪৩তম মিনিটে বেনজেমার হেড কোনোরকমে ফেরান আল-কাদিসিয়াহর গোলকিপার। কিন্তু ফিরতি বলে টোকায় গোল করেন ফাঁকায় থাকা হাউসেম আওয়ার।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে একটি গোল শোধ করেন আল-কাদিসিয়াহর পিয়েরে-এমেরিক অবামেয়াং।
দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না কোনো দলই। লড়াই চলছিল জমজমাট। বেনজেমার শট প্রতিহত হয় বারে লেগে। ৮১তম মিনিটে আল-কাদিসিয়াহর জন্য বড় ধাক্কা হয়ে আসে এসেকিয়েল ফের্নান্দেসের লাল কার্ড।
৯০ মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বেনজেমার দ্বিতীয় গোল নিশ্চিত করে আল-ইত্তিহাদের শিরোপা।
এই নিয়ে দশমবার কাপ জয় করল আল-ইত্তিহাদ।