ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 14 Dec 2024, 11:07 PM
চোট কাটিয়ে প্রায় দুই মাস পর যখন মাঠে নামলেন দিয়েগো জটা, দলের সামনে চোখ রাঙাচ্ছিল পরাজয়। বদলি নামার সাত মিনিটের মাথায় চমৎকার গোলে সমতা টেনে ফেরার উপলক্ষ রাঙালেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল লিভারপুল।
অ্যানফিল্ডে শনিবার ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে দুই দফায় পিছিয়ে পড়েও ২-২ ড্র করেছে আর্না স্লটের দল।
আন্দ্রেয়াস পেরেইরার গোলে ম্যাচের শুরুর দিকেই লিড পায় ফুলহ্যাম। এর পাঁচ মিনিট পর অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি হাকপোর লক্ষ্যভেদে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। রদ্রিগো মুনিসের গোলে দ্বিতীয়বার এগিয়ে গিয়ে লিভারপুলের বিপক্ষে প্রায় চার বছরের জয়-খরা কাটানোর সম্ভাবনা জাগায় ফুলহ্যাম। তবে নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে সমতা টানেন জটা।
১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।
একই সময়ে আরেক ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা আর্সেনাল ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে আছে। লিভারপুলের সমান ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে আছে গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
একাদশ মিনিটে অ্যানফিল্ডে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে এগিয়ে যায় ফুলহ্যাম। বাঁ দিক থেকে অ্যান্টোনি রবিনসনের ক্রসে দূরের পোস্টে আদ্রেয়াস পেরেইরার ভলিতে বল রবার্টসনের পা ছুঁয়ে জালে জড়ায়।
লিগে এই নিয়ে টানা ১৫ ম্যাচে জালের দেখা পেল ফুলহ্যাম, যা তাদের ক্লাব রেকর্ড।
গোল হজমের রেশ থাকতেই সপ্তদশ মিনিটে বড় ধাক্কা খায় লিভারপুল। বক্সের বাইরে প্রতিপক্ষের হ্যারি উইলসনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রবার্টসন।
একজন কম নিয়ে প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি লিভারপুল। এই সময়ে তাদের চার শটের একটি ছিল লক্ষ্যে। ফুলহ্যামেরও ছয় শটের একটি লক্ষ্যে ছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে হাকপোর চমৎকার গোলে সমতায় ফেরে লিভারপুল। মোহামেদ সালাহর ক্রসে দূরের পোস্টে ডাইভিং হেডে ঠিকানা খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড।
একটু পর হাকপোর নিচুও শট ঠেকান ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনো।
জমে ওঠা লড়াইয়ে ৭৬তম মিনিটে ফের এগিয়ে যায় ফুলহ্যাম। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে সতীর্থের কাটব্যাকে পায়ের টোকায় জালে পাঠান আট মিনিট আগে বদলি নামা রদ্রিগো মুনিস।
৭৯তম মিনিটে ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে তুলে ফরোয়ার্ড জটাকে নামান লিভারপুল কোচ। আর ৮৬তম মিনিটে জটার ওই গোল। আরেক বদলি খেলোয়াড় দারউইন নুনেসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
বাকি সময়ে ফুলহ্যামের ওপর চাপ বাড়ায় লিভারপুল। তবে নাটকীয় কিছু আর হয়নি।