Published : 04 Aug 2023, 08:19 PM
বায়ার লেভারকুজেনের ডাগআউটে আরও দীর্ঘায়িত হল জাবি আলোনসোর উপস্থিতি। দুই বছরের জন্য এই স্প্যানিয়ার্ডের চুক্তি নবায়ন করেছে জার্মান ক্লাবটি।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর জানিয়েছে লেভারকুজেন। আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৪ পর্যন্ত।
গত অক্টোবরে লেভারকুজেনের দায়িত্ব নেন আলোনসো, যা ছিল সিনিয়র পর্যায়ে তার প্রথম কোচিংয়ের অভিজ্ঞতা। সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলারের হাত ধরে বুন্ডেসলিগায় ষষ্ঠ হয় ক্লাবটি। ইউরোপা লিগে তারা খেলে সেমি-ফাইনালে।
২০২৩-২৪ মৌসুমেও ইউরোপা লিগে খেলবে লেভারকুজেন।