স্প্যানিশ ফুটবল
Published : 31 Jan 2025, 08:16 PM
হতাশার সময় পেছনে ফেলে মাঠের ফুটবলে দারুণ ছন্দে আছে রেয়াল মাদ্রিদ। এই ধারাবাহিকতায় সামনে এগিয়ে যেতে চায় স্প্যানিশ দলটি। কোচ কার্লো আনচেলত্তির মতে, লিগ শিরোপা ধরে রাখতে এখন সামান্য ভুলও করার সুযোগ নেই তাদের।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৪ ম্যাচের ১২টি জেতা রেয়াল লা লিগায় আছে শীর্ষে। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট তাদের। খুব একটা পিছিয়ে নেই দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ, সমান ম্যাচে ৪৫ পয়েন্ট দলটির।
এই ব্যবধান ঘুচে যেতে পারে নিজেরদের ভুলে, ভালো করেই জানেন আনচেলত্তি। লিগে রেয়ালের পরের ম্যাচ শনিবার, অবনমন অঞ্চলে থাকা এস্পানিওলের বিপক্ষে। আগের দিনের সংবাদ সম্মেলনে আনচেলত্তির কণ্ঠে শোনা গেল শক্তিতে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষকে সমীহ করার কথা।
“ডিসেম্বরের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। আমরা দারুণ ছন্দে আছি… তবে আমাদের ছন্দ ধরে রেখে এগিয়ে যেতে হবে।”
“এমন অনেক ম্যাচ আছে যেগুলোর প্রতিটিই ফাঁদ হতে পারে। আর সেটাই আমরা চাই না। সময় এসেছে এই ভালো গতিতে এগিয়ে যাওয়ার। আমরা পিছিয়ে যেতে পারি না।”
লিগে এখন কোনো ভুলের সুযোগ দেখেন না আনচেলত্তি। তার মতে, সবাই এখন মরিয়া যতটা সম্ভব পয়েন্ট নামের পাশে যোগ করতে।
“কঠিন একটি ম্যাচ। সময়টা এখন সবার জন্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা চূড়ান্ত পর্যায়ে আছি। পয়েন্টগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন আমরা ভালো অবস্থায় আছি এবং এটা চালিয়ে যেতে চাই।”