Published : 04 Aug 2023, 05:48 PM
গ্রুপিং হয়েছিল আগেই। এবার সাফের দুটি বয়সভিত্তিক প্রতিযোগিতার সূচি প্রকাশ করল সাউথ এশিয়ান ফুটবল কনফেডারেশন (সাফ)। দুটি প্রতিযোগিতাতেই গ্রুপ পর্বের পথচলা বাংলাদেশ শুরু করবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে ভুটানে। উদ্বোধনী দিনেই চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে, ৩ সেপ্টেম্বর।
প্রতিযোগিতাটির সেমি-ফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। তিন দিন পর হবে ফাইনাল।
সবশেষ ২০১৫ সালের আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
সেপ্টেম্বরের ২১ তারিখে নেপালের দশরথ স্টেডিয়ামে গড়াবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এখানেও উদ্বোধনী দিনে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২৩ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভুটান।
২৭ সেপ্টেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। ৩০ সেপ্টেম্বর হবে ফাইনাল।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় কখনও সেরা হতে পারেনি বাংলাদেশ। বিভিন্ন সময়ে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ এই তিন ক্যাটাগরিতে হওয়া আসরে তিনবার রানার্সআপ হয়েছিল তারা।