বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 27 Dec 2024, 08:17 PM
সময় গড়ানোর সঙ্গে কমতে থাকল বসুন্ধরা কিংসের শুরুর দাপট। প্রথমার্ধের শেষ দিকে গোলও হজম করে বসল তারা। মৌসুমের শুরু থেকে দিশেহারা দলটি শেষ সময়ে ঘুরে দাঁড়াল। বছরের শেষ লিগ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হারের প্রবল চোখ রাঙানি এড়িয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল শিরোপাধারীরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ব্রাদার্সের বিপক্ষে ১-১ ড্র করে কিংস। চেক সিনের গোলে পিছিয়ে পড়া কিংসকে সমতায় ফেরান মজিবুর রহমান জনি।
পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট কিংসের। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে নতুন বছর শুরু করবে তারা। সমান ম্যাচে ৮ পয়েন্ট ব্রাদার্স ইউনিয়নের।
আগের লিগ ম্যাচে আবাহনীর বিপক্ষে হেরে আসা কিংস শুরুতে মেলে ধরে আক্রমণাত্মক ফুটবলের পসরা। দ্বাদশ মিনিটে সুযোগও পেয়ে যায় তারা; কিন্তু সতীর্থের থ্রু পাসের নাগাল দামাশেনো পাওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইডে বিপদমুক্ত করেন আশরাফুল ইসলাম রানা।
তাতে অবশ্য বড় বিপদেই পড়তে বসেছিলেন রানা। দামাশেনোর সঙ্গে সংঘর্ষে ব্যথা পেয়ে বেশ কিছুক্ষণ চিকিৎসা নিতে হয় ব্রাদার্স গোলরক্ষককে।
৩৮তম মিনিটে সিনের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় ব্রাদার্স। কৌশিকের ক্রস বক্সে বুক দিয়ে নামিয়ে শরীর ঘুরি ডান পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সেনেগালের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কিংস; কিন্তু পোস্টের নিচে রানা ছিলেন বিশ্বস্ত দেয়াল হয়ে। তাছাড়া ফয়সাল আহমেদ ফাহিম, মিগেল ফিগেইরা দামাশেনোদের প্রচেষ্টা কখনও ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়, কখনও কাঁপায় বাইরে জাল। তাতে অভাবনীয় এক জয়ের পথে ছুঁটতে থাকে ব্রাদার্স।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ দিকে আচমকা কাঙ্ক্ষিত গোলটি পায় কিংস। দামাশেনোর ক্রসে গোলমুখ থেকে মাথা ছুঁইয়ে রানাকে পরাস্ত করেন জনি। তাতে হার এড়ানোর স্বস্তিটুকু নিয়ে মাঠ ছাড়ে চলতি লিগে নিজেদের হারিয়ে খুঁজে ফেরা ভ্যালেরি তিতের দল।