ইতালিয়ান ফুটবল
Published : 09 Jun 2025, 08:10 PM
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভরাডুবির পর সিমোনে ইনজাগি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় নতুন কোচ খুঁজছে ইন্টার মিলান। গণমাধমের খবর, ইতালিয়ান ক্লাবটির দায়িত্বভার নিতে পারেন ক্রিস্তিয়ান কিভু। চলমান গুঞ্জনের মাঝে পার্মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রোমানিয়ান এই কোচ।
গত ফেব্রুয়ারিতে পার্মার দায়িত্ব নেন কিভু। আগামী বছরের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল সেরি আর ক্লাবটির। কিন্তু ৪ মাস না যেতেই পারস্পরিক সমঝোতায় চাকরি ছাড়লেন তিনি।
৪৪ বছর বয়সী কিভুর সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা সোমবার নিশ্চিত করে পার্মা। এই কোচের কোচিংয়ে সেরি আয় টিকে আছে ক্লাবটি। ষোড়শ স্থানে থেকে শেষ করেছে ২০২৪-২৫ লিগ মৌসুম।
ইনজাগির কোচিংয়ে সেরি আর শিরোপা ধরে রাখতে পারেনি ইন্টার। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ট্রফি পুনরুদ্ধার করেছে নাপোলি।
চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলে ফাইনালে জায়গা করে নেয় ইন্টার। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি তারা। একপেশে লড়াইয়ে ৫-০ গোলে বিধ্বস্ত হয় দলটি।
দুই পক্ষের সমঝোতায় গত মঙ্গলবার পদত্যাগ করেন ইনজাগি। এরপর থেকে তার উত্তরসূরী হিসেবে ইতালিয়ান গণমাধ্যমে জোরেশোরে শোনা যাচ্ছে কিভুর নাম। যিনি ক্লাবটিতে খেলোয়াড় হিসেবে কাটিয়েছেন ৭ বছর।
আগামী ১৭ জুন মেক্সিকোর ক্লাব মনতেরের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের অভিযান শুরু করবে ইন্টার মিলান।