বিশ্বকাপ বাছাই
Published : 10 Jun 2025, 03:50 PM
বাঁধনহারা উল্লাস করতে গিয়ে বড় দুর্ঘটনায় পড়লেন ওয়েলসের এক সমর্থক। বেলজিয়ামের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচের দ্বিতীয়ার্ধে স্ট্যান্ড থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি।
ব্রাসেলসে সোমবার দুই দলের বিশ্বকাপ বাছাইয়ের শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্ঘটনাটি ঘটে। ফুটবল অ্যাসসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ) জানায়, ওয়েলসের তৃতীয় গোল উদযাপন করার সময় স্ট্যান্ডের সবচেয়ে উপরের তলা থেকে নিচতলায় পড়ে যান ওই সমর্থক।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের এই লড়াইয়ে শুরুতে নিজেদের খুঁজে ফেরে ওয়েলস। ওই সময় তাদের ওপর ছড়ি ঘোরায় বেলজিয়াম। প্রথম ৩০ মিনিটেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে উল্লাস করে তারা।
পঞ্চদশ মিনিটে রোমেলু লুকাকু পেনাল্টি থেকে বেলজিয়ামকে এগিয়ে নেন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইউরি তিলেমান্স। ২৭তম মিনিটে গোল করে দলকে আরও এগিয়ে নেন জেরেমি ডকু।
ওয়েসল শিবিরে তখন হারের শঙ্কা। তবে হাল ছাড়েনি তারা। প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান হ্যারি উইলসন। দ্বিতীয়ার্ধে শুরুতে ওয়েলসকে দ্বিতীয় গোল এনে দেন সোব্রা টমাস।
৬৯তম মিনিটে ব্রেনান জনসনের গোলে সমতা ফেরায় ওয়েলস। উল্লাসে মাতে গ্যালারিতে থাকা দলটির সমর্থকরা। আর সে সময়ই ঘটে ওই দুর্ঘটনা।
শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ওয়েলস। নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে তাদের আশা ভেঙে দেন কেভিন ডে ব্রুইনে। ৪-৩ গোলে জেতে বেলজিয়াম।
আন্তর্জাতিক ম্যাচে সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বার স্ট্যান্ড থেকে পড়ে গেলেন দর্শক। গত রোববার নেশন্স লিগের ফাইনালে স্ট্যান্ডের দ্বিতীয় তলা থেকে নিচের সিটিং এরিয়ায় পড়ে যান একজন। প্যারামেডিকস ও স্টেডিয়ামের স্টুয়ার্ডরা তাৎক্ষণিক চিকিৎসা দিলেও তাকে বাঁচানো যায়নি।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশন্স লিগের শিরোপা ঘরে তোলে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।