Published : 16 Jul 2023, 11:35 PM
ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না হ্যারি ম্যাগুইয়ারের। এবার কেড়ে নেওয়া হয়েছে তার অধিনায়কত্বও। এতে ভীষণ হতাশ ৩০ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার।
লেস্টার সিটি থেকে ইউনাইটেডে যোগ দেওয়ার পাঁচ মাস পর ২০২০ সালের জানুয়ারিতে ম্যাগুইয়ারকে অধিনায়কত্ব দিয়েছিলেন তখনকার কোচ ওলে গুনার সুলশার।
গত মৌসুমে বাজে ফর্মের কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি ম্যাগুইয়ার। ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের ৬২ ম্যাচের মধ্যে স্রেফ ৩১টিতে খেলেন তিনি। এর মধ্যে ১৬টি প্রিমিয়ার লিগে, যার মধ্যে শুরুর একাদশে ছিলেন কেবল ৮টিতে। তার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড পরেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস।
অধিনায়কত্ব হারানোর বিষয়টি রোববার ম্যাগুইয়ার নিজেই জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে।
“আজ কোচের (এরিক টেন হাগ) সঙ্গে আলোচনার পর তিনি আমাকে জানিয়েছেন যে, অধিনায়ক পরিবর্তন করছেন। তিনি এর কারণগুলি জানিয়েছেন। (এই সিদ্ধান্তে) ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ। তবে যখনই এই শার্ট পরব, আমি আমার সবটা উজাড় করে দেব।”
"যখন থেকে আমি আর্মব্যান্ডটি পরেছি, দারুণ সমর্থনের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের আমি ধন্যবাদ দিতে চাই।”
ম্যাগুইয়ারের সঙ্গে ইউনাইটেডের চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত।