Published : 13 Mar 2024, 03:21 PM
সেরি আয় টানা তিন ম্যাচে হারের পর লাৎসিও কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মাওরিসিও সাররি। অবশ্য দলের সাদামাটা পারফরম্যান্সের জন্য নাকি অন্য কোনো কারণে অভিজ্ঞ এই কোচ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও জানা যায়নি। লাৎসিওর পক্ষ থেকে বুধবারের বিবৃতিতে কেবল তার সিদ্ধান্ত জানানো হয়েছে।
“এখানে তিনি যে কাজ করেছেন এবং যা কিছু অর্জন করেছেন, সেজন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাতে চায়, তার পেশাদার ও ব্যক্তিগত জীবনে আগামী দিনের জন্য শুভকামনা।”
২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে নাপোলি, চেলসি ও ইউভেন্তুসকে কোচিং করানো সাররি ২০২১ সালে দায়িত্ব নেন লাৎসিওর।
এই ইতালিয়ানের হাত ধরে প্রথম দুই মৌসুমে লাৎসিওর পারফরম্যান্স ছিল দারুণ আশা জাগানিয়া। ২০২১-২২ মৌসুমে সেরি আয় পঞ্চম হয়ে জায়গা করে নেয় ইউরোপা লিগে। আর গত মৌসুমে তাদের পারফরম্যান্স ছিল আরও দুর্দান্ত; সেরি আয় রানার্সআপ হয়ে টিকেট পায় চ্যাম্পিয়ন্স লিগের।
ইউরোপ সেরার মঞ্চে খারাপ করেনি লাৎসিও। গ্রুপ পর্ব উতরানোর পর শেষ ষোলোর প্রথম লেগে তারা চমক জাগিয়ে হারিয়ে দেয় বায়ার্ন মিউনিখকে। অবশ্য ফিরতি লেগে বড় ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।
তরে, ঘরোয়া লিগে মৌসুমের শুরু থেকেই ধুঁকছে লাৎসিও। ২৮ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা।
সাররির উত্তরসূরি হিসেবে লাৎসিওর দায়িত্ব পেয়েছেন জোভান্নি মার্তুসেল্লো। এতদিন ক্লাবের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ৫২ বছর বয়সী এই ইতালিয়ান।