Published : 08 Nov 2022, 02:24 PM
প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্যই স্মরণীয় ঘটনা। এর উদযাপনটাও তাই হতে হবে একটু ব্যতিক্রমী। তবে ব্রাজিলের পেদ্রো যেন ছাপিয়ে গেছেন সবাইকে। বৈশ্বিক আসরের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই ফরোয়ার্ড!
কাতার বিশ্বকাপের জন্য সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। সেখানে পেদ্রোসহ কয়েকজন আছেন, যাদের জন্য হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ।
ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর কোপা লিবের্তাদোরেস জয়ের পথে আসরের সর্বোচ্চ ১২ গোল করেন পেদ্রো। মৌসুম জুড়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কারই এবার পেলেন তিনি
স্বাভাবিকভাবেই তিতের মুখে নিজের নাম শোনার পর পেদ্রোর ভেতর খেলে যায় আবেগের ঢেউ। পরিবারের সঙ্গে মেতে ওঠেন উল্লাসে। তখনই বান্ধবী ফের্নান্দা নগেইরাকে চমকে দেন হাঁটু গেড়ে আংটি হাতে বিয়ের প্রস্তাব দিয়ে। ঘটনার আকস্মিকতায় বিস্মিত নগেইরা প্রস্তাবে সাড়া দিয়ে পেদ্রোকে দ্বিগুণ আনন্দে ভাসান।
পেদ্রোর মতোই প্রথমবার বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস। সরাসরি তার প্রতিক্রিয়া না দেখা গেলেও ভিনিসিউস জুনিয়র ইনস্টিটিউটের শিশুরা উদযাপন করেছেন তাদের প্রিয় তারকার স্মরণীয় মুহুর্তটি। দল ঘোষণায় ২২ বছর বয়সী ফুটবলারের নাম উচ্চারিত হওয়ার পর ব্রাজিলের পতাকা নেড়ে উদযাপন করে তারা।
বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আনন্দ কয়েক সপ্তাহ বয়সী সন্তানকে কোলে নিয়ে নেচেছেন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো গিমারেস। আর টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিশার্লিসনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তার পরিবারের মানুষ চিৎকার করে ওঠে।
দল ঘোষণার সময় নেইমারকে হাস্যোজ্বল অবস্থায় দেখা গেছে। তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি, তাছাড়া তার ডাক পাওয়াটা তো প্রত্যাশিতই। তাই তার উদযাপনটাও ছিল সীমিত।
জি’ গ্রুপে ব্রাজিলের তিন সঙ্গী সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।