Published : 22 Aug 2023, 09:49 PM
রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠার কৌশল শুরুতে বেশ কাজে দিল। স্টুয়ার্ট কর্নেলিয়াসের গোলে এগিয়েও গেল আবাহনী। কিন্তু ছন্দ ধরে রাখতে পারল না আকাশি-নীল জার্সিধারীরা। পেনাল্টি থেকে সমতায় ফেরা মোহন বাগান এগিয়ে গেল প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। এরপর আর তাদের মুঠো থেকে ম্যাচের লাগাম বের করতে পারেনি মারিও লেমোসের দল।
কলকাতার সল্টলেক বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে বুধবার এএফসি কাপের গ্রুপ পর্বে ওঠার প্লে-অফে মোহন বাগানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আবাহনী। এই হারে টুর্নামেন্টে পথচলাও থামল বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটির।
সপ্তম মিনিটে আবাহনীর কর্নেলিয়াস স্টুয়ার্ট ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন। কাছের পোস্ট দিয়ে চেষ্টা করেন জাল খুঁজে নেওয়ার, তবে রুখে দেন গোলরক্ষক।
১০ মিনিট পর ঠিকই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেন কর্নেলিয়াস। কর্নারে বল ঘুরে চলে যায় ডেভিড ইফেগুইয়ের পায়ে। এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের শট গোলরক্ষক আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল টোকায় জালে জড়িয়ে দেন কর্নেলিয়াস।
প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপে মালদ্বীপের ঈগলসকে ২-১ গোলে হারিয়ে আসা ম্যাচেও একবার জালের দেখা পেয়েছিলেন কর্নেলিয়াস।
পিছিয়ে পড়া মোহন বাগান সমতায় ফিরতে শাণাতে থাকে একের পর এক আক্রমণ। রক্ষণ জমাট রেখে সব সামাল দিতে থাকে আবাহনী। ২২তম মিনিটে আশীষ রায় ক্রস বাড়াতে চেয়েছিলেন গোলমুখে, দারুণভাবে কর্নারের বিনিময়ে ফেরান মোহাম্মদ হৃদয়। দশ মিনিটে পর সাহালের শট আটকে দেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল।
৩৫তম মিনিটে লিস্টন কোলাসোকে বক্সে সুশান্ত ত্রিপুরা ফেলে দিলে পেনাল্টি পায় মোহন বাগান। অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড জ্যাসন কামিন্সের শট বলের লাইনে ঝাঁপিয়েও ফেরাতে পারেননি শহীদুল। সমতায় ফেরে প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপে মাচ্চিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়ে আসা মোহন বাগান।
প্রথমার্ধের যোগ করা সময়ে ফের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট হয় আবাহনীর। মুজাফ্ফর মুজাফফারভের ফ্রি কিকে মিলাদ শেখ সুলেমানির হেড গড়িয়ে গড়িয়ে পোস্টে লেগে প্রতিহত হয়। তখন ফাঁকাতেই ছিলেন ইউসেফ মোহাম্মেদ, কিন্তু দরকারি টোকা দিতে পারেন এই মিশরীয় ডিফেন্ডার।
৫৭তম মিনিটে সোলেমানির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আবাহনী। কোলাসের পাস দারুণ টোকায় কামিন্স বাড়ান উগো বুমুকে। এই ফরাসি মিডফিল্ডারের গোলমুখে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়েই জালে জড়ান সোলেমানি।
দুই মিনিট পরই ব্যবধান বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আইএসএলের গত মৌসুমের চ্যাম্পিয়ন মোহন বাগান। বাইলাইনের একটু উপর থেকে কোলাসোর পাস গোলমুখ থেকে টোকায় লক্ষ্যভেদ করেন আলবেনিয়ান ফরোয়ার্ড আরমান্দো সাদিকু।