Published : 10 Dec 2023, 07:43 PM
এএফসি কাপে গ্রুপ পর্বের শেষে এসে পৌঁছেছে বসুন্ধরা কিংস। এ মুহূর্তে টেবিলে শীর্ষেই আছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ওড়িশা এফসির বিপক্ষে ড্র করলেও গ্রুপ সেরা হয়ে তারা উঠে যাবে ইন্টার জোনাল প্লে-অফ সেমি-ফাইনালসে। তবে এই ম্যাচের লক্ষ্য জানাতে সংবাদ সম্মেলনে এসে কিংস কোচ অস্কার ব্রুসন ক্ষোভ ঝাড়লেন ভারত সফরে যাওয়ার আগে-পরে মুখোমুখি হওয়া নানা সমস্যা নিয়ে!
ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে সোমবার ‘ডি’ গ্রুপের সেরা হওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশ সময় রাত ৮টায় কিংসের মুখোমুখি হবে ওড়িশা। কিংসের (১০) চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের দলটি।
এই গ্রুপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল (১৬টি) দেওয়া দল ওড়িশাই। তৃতীয় কিংস (১০টি)। ভারতেরই ঐতিহ্যবাহী দল মোহন বাগানকে আগের ম্যাচে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে আসা ওড়িশার আক্রমণভাগের শক্তি তাই অজানা নয় ব্রুসনের। কিন্তু বাঁচা-মরার লড়াইয়ে নিজ দলের ওপরও আস্থা কম নয় কিংস কোচের।
“কৌশলগত বিষয়গুলো বলার আগে এই ম্যাচের গুরুত্ব নিয়ে বলতে চাই, এটি বাঁচা-মরার লড়াই। আমি মনে করি, সবচেয়ে নিয়মিত দুটি দল এবং একই ধাঁচের দুটি দল এবার মুখোমুখি, যারা এই প্রতিযোগিতায় ভুল করেছে এবং রিকভারও করেছে। আমরা যেমন মাজিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে এবং পরে মোহন বাগানের বিপক্ষে ভুল করেছিলাম, পরে ঘুরে দাঁড়িয়েছিলাম…প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ হিসেবেই আগামীকালের ম্যাচটিকে দেখছি আমরা।”
“আমি বলব, এই গ্রুপে এটি সবচেয়ে বড় ম্যাচ। দুই দলের আক্রমণাত্মক মানসিকতার ফুটবলের কারণে ম্যাচটা কঠিন হবে উভয়ের জন্য। কোনো দলেরই সময় নষ্ট করার, রক্ষণাত্মক খেলার ভাবনা নেই। কোনো পক্ষেরই গোপন বলতে কিছু নেই। দুই দলই আক্রমণাত্মক খেলবে এবং আমি আগেও বলেছি, জয়ের জন্যই এখানে এসেছি।”
পরের ধাপে যেতে ড্র যথেষ্ট হলেও এই ভাবনা নিয়ে মাঠে নামতে চান না ব্রুসন। পয়েন্ট ভাগাভাগির মানসিকতা সমস্যার কারণ হয়ে উঠতে পারে বলে সতর্ক এই স্প্যানিশ কোচ।
“ড্রয়ের জন্য এখানে এসেছি- যদি এই ভাবনা মাথায় রাখি, তাহলে সম্ভাব্য হারের শুরুটা হতে পারে এখান থেকেই। তাই আমাদের সেরা পর্যায়ে থাকতে হবে। ওরা কিভাবে আক্রমণ করবে, সেটা আমরা জানি, কিন্তু আমরা আধিপত্য করতে চাই। বসুন্ধরা কিংস যেভাবে খেলে, সেভাবে খেলেই জিততে চাই।”
রোববারের সংবাদ সম্মেলনে অবশ্য আরও কিছু চাওয়ার কথা জানিয়েছেন ব্রুসন। সে চাওয়ার ভেতরে ভারত সফর নিয়ে মুখোমুখি হওয়া নানা সমস্যা নিয়ে ক্ষোভের সুর স্পষ্ট।
“আমি চাই, এএফসি কিছু বিষয়ে দৃষ্টি দিক। যখন আমরা সফর করি, গত ম্যাচে এবং বছর ধরে আমরা অসংখ্য সমস্যার মুখোমুখি হচ্ছি। গতকাল দুঃখজনকভাবে আমরা যখন হোটেলে পৌঁছলাম, আমাদেরকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। খেলোয়াড়দের ভাগাভাগি করে থাকার জন্য সিঙ্গেল রুম দেওয়া হয়েছে। এখানে মধ্যরাত পর্যন্ত কনসার্ট হয়েছে, যার কোনো মানে নেই।”
“আমাদের এক খেলোয়াড়ের (এমফন উদোহ’র) ভিসার আবেদন করেছিলাম, এখন পর্যন্ত তারা কোনো প্রতিউত্তর দেয়নি, খেলোয়াড়টিও আমাদের সাথে আসতে পারেনি। কেবল এই প্রতিযোগিতাতেই নয়, (বাংলাদেশ) জাতীয় দলের অতীত অভিজ্ঞতাও উল্লেখ করতে চাই- আমরা সমস্যায় পড়ি। রেফারিরা আগের টুর্নামেন্টগুলোতে আমাদের জন্য সমস্যা তৈরি করেছে। এএফসি কাপের গত দুই আসরে আমরা ছিটকে গেছি লাল কার্ডের জন্য। এগুলো আমি অজুহাত দেখানোর জন্য বলছি না; এই প্রতিযোগিতার অখন্ডতা রক্ষার জন্য বলছি।”
অনেক বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করলেও এএফসি কাপে ছাপ রেখে যাওয়ার বার্তাও দিয়েছেন ব্রুসন। প্রথম লেগে নিজেদের মাঠে ওড়িশাকে ৩-২ হারানোর স্মৃতির পুনরাবৃত্তি করতে চান তিনি।
“আমরা উঁচু মানের ফুটবল খেলতে চাই। আমরা সবসময় তাই খেলি। আগামীকাল যে প্রতিবন্ধকতাই আসুক, লোকে যতটা ভাবে তার চেয়ে বাংলাদেশের ফুটবল যে আরও বেশি কিছু, সেটা আবারও প্রমাণের সুযোগ আমাদের সামনে।”