Published : 11 Dec 2023, 11:43 PM
অতীতের তিক্ত অভিজ্ঞতায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেই রেফারিং নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অস্কার ব্রুসন। মাঠের লড়াইয়ে আবার সেই পুরনো তিক্ততার মুখোমুখি হয়ে ক্ষোভ জানালেন বসুন্ধরা কিংস কোচ। এশিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) তদন্তের আহ্বানও জানালেন এই স্প্যানিয়ার্ড।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সোমবার এএফসি কাপের ‘ডি’ গ্রুপে শেষ ম্যাচে ওড়িশার বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় কিংস। প্রথমার্ধের যোগ করা সময়ে বিতর্কিত এক লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পর কিংস হজম করে একমাত্র গোলটি।
ওড়িশার আহমেদ জাহুকে মাঝমাঠে পেছন থেকে ফাউল করেন কিংসের আসরোর গফুরভ। কিংসের ডিফেন্ডারকে ছুটে এসে তখনই ধাক্কা মেরে বসেন স্বাগতিক দলের ফরোয়ার্ড জেরি, তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গফুরভের ট্যাকল অতটা মারাত্মক যদিও ছিল না, কিন্তু ভিয়েতনামের রেফারি এনগু দাই ল্যান তাকে সরাসরি লাল কার্ড দেখান। রেফারির সিদ্ধান্তে অবিশ্বাসে অশ্রুসিক্ত চোখে বারবার হতাশা প্রকাশ করতে দেখা যায় উজবেকিস্তানের এই ডিফেন্ডারকে। কিংসের ডাগআউটেও দেখা যায় অসন্তোষ। পরে রেফারি এসে আপত্তি জানানো কিংস কোচকেও দেখান হলুদ কার্ড।
এরপর অন্যরকম এক দৃশ্যের অবতারণা হয় কিংসের ডাগআউটে। কোচিং স্টাফসহ সবাই কিছু না বলে দুই হাত উঁচিয়ে আত্মসমর্পনের ভঙ্গিতে যেন ‘প্রতিবাদ’ জানাতে থাকেন।
২০২১ সালেও এমন রেফারিংয়ের ‘শিকার’ হয়েছিল কিংস। ভারতের দল মোহন বাগানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হতো তাদের, সেই ম্যাচের প্রথমার্ধে সরাসরি লাল কার্ড দেখেছিলেন সুশান্ত ত্রিপুরা। পরে ম্যাচটি ১-১ ড্র করে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় কিংস।
এবারও সেই একই পরিণতি হওয়ার পর ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ব্রুসন ধুয়ে দেন রেফারিকে। ফুটবলের স্বার্থে বিষয়গুলো এএফসির তদন্ত করে দেখা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
“ম্যাচের কৌশলগত বিশ্লেষণ আমি করতে পারছি না ফুটবলের স্বার্থে। এএফসি সঙ্গে বাংলাদেশের দলগুলোর সাথে কী ঘটেছে, সেটা এএফসিকে তদন্ত করতে হবে। সবশেষ ম্যাচ আমরা নিজেদের মাঠে খেলেছিলাম, রেফারি যে আমাদের আটকাতে চেয়েছিল, আগেই আমরা সেই অভিযোগ করেছিলাম। ভালো ব্যাপার হলো, আমাদের ছেলেরা ধৈর্য্য দেখিয়ে ঘুরে দাঁড়িয়েছিল।”
“কিন্তু আজ, আমি আবারও বলছি, ফুটবলের স্বার্থে রেফারি কী করছে, সেটা এএফসিকে দেখতে হবে। এখানে দুটি সম্ভাবনা আছে; প্রথমত আর্থিক কারণ থাকতে পারে এবং দ্বিতীয়ত সরাসরি নির্দেশনা থাকতে পারে। তো ম্যাচ নিয়ে আমার বিশ্লেষণ এটাই এবং এর বেশি আর কিছু বলতে চাই না আমি।”
ওড়িশার বিপক্ষে ড্র করতে পারলেও গ্রুপ সেরা হয়ে ইন্টার জোনাল প্লে-অফ সেমি-ফাইনালসে খেলতে পারত কিংস। অন্যদিকে, জয় ছাড়া বিকল্প পথ ছিল না ওড়িশার সামনে।