Published : 10 Sep 2024, 06:50 PM
প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে কংক্রিটকে ফাটল প্রতিরোধী করার নতুন এক উপায় তৈরির দাবি করেছেন একদল গবেষক।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি পরিচালিত এ গবেষণায় গবেষকরা রোবটিক নির্মাণ পদ্ধতির সঙ্গে বিভিন্ন আধুনিক নকশা কৌশলকে সমন্বিত করেছেন, যার মাধ্যমে প্রচলিত কংক্রিটের তুলনায় ৬৩ শতাংশ বেশি ফাটল নিরোধী কংক্রিট তৈরি করা গেছে।
প্রিন্সটনের পরিবেশগত প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রেজা মইনি’র নেতৃত্বে পরিচালিত এই গবেষণার বিভিন্ন ফলাফল সম্প্রতি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার কমিউনিকেশন্স’-এ।
গবেষকরা এর অনুপ্রেরণা পেয়েছেন প্রাচীন মাছের প্রজাতি ‘কোয়েলক্যান্থ’-এর ‘ডাবল-হেলিক্স’ বা স্ক্রুর মতো পেঁচাল এক কাঠামো থেকে।
এই প্রাকৃতিক নকশাকে নিজেদের কাজে সমন্বিত করেছে মইনি’র গবেষণা দলটি, যেখানে কীভাবে এ স্থাপত্যের নকশা শক্তি ও ফাটল নিরোধী হওয়ার মতো উপাদানগত বৈশিষ্ট্যগুলো উন্নত করতে পারে।
এ উন্নত কংক্রিট তৈরির জন্য গবেষকরা এর বিভিন্ন স্তরে রোবটিক প্রযুক্তি ব্যবহার করেছেন, যেখানে এর বিভিন্ন টুকরা ৩ডি নকশায় সাজানো। এইসব কংক্রিটের টুকরা হালকাভাবে সংযোগ দেওয়া, যার ফলে ফাটল ঠেকানোর ক্ষেত্রে সেগুলো সমন্বিত হয়ে কাজ করার সুযোগ পায়।
টুকরোগুলোকে প্যাঁচ দিয়ে এক ধরনের ‘ডাবল-হেলিকাল’ তৈরির মাধ্যমে এ নকশাকে আরো বর্ধিত করেছেন গবেষকরা, অনেকটা কোয়েলক্যান্থ-এর আঁশের মতো। এতে করে কংক্রিট আগের চেয়েও দৃঢ় হয়ে ওঠে ও ফাটল ঠেকানোর ক্ষেত্রেও ভালো ফলাফল দেখায়।
গবেষকরা বলছেন, তারা নতুন এই নকশায় ‘টাফেনিং মেকানিজম’ নামের প্রযুক্তি ব্যবহার করেছেন। এতে ফাটল ঠেকানোর বিভিন্ন কৌশল রয়েছে, যা সমগ্র উপাদানজুড়ে ফাটল ছড়িয়ে পড়ার বিষয়টি ঠেকিয়ে দেয়।
এ ধরনের জটিল নকশা তৈরির ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হল, তা নির্ভুলভাবে করা। আর, প্রচলিত পদ্ধতিতে সেটা অর্জন করা জটিল। আর এখানেই চলে আসে রোবটের ভূমিকা।
‘রোবটিক অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং’, যা ৩ডি প্রিন্টিং নামেও পরিচিত, এর মাধ্যমে নির্ভুলভাবে কংক্রিট বসানোর সুযোগ মেলে। ফলে, কংক্রিটের বিভিন্ন স্তরের পর স্তর বসিয়ে কাঠামো নির্মাণ করা যায়।
এ গবেষণার সহ-লেখক ও স্নাতক শিক্ষার্থী শশাঙ্ক গুপ্ত ব্যাখ্যা করেছেন, এমন জটিল নকশা বড় পরিসরে তৈরি করার সময় রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে বিম ও কলামের মতো কাঠামোর ক্ষেত্রে।