Published : 19 May 2025, 04:05 PM
ডেটা সেন্টারের জন্য নতুন প্রসেসর বা চিপ আনতে যাচ্ছে মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকম।
সোমবার চিপ নির্মাতা কোম্পানিটি বলেছে, তারা এমন প্রসেসর বাজারে আনতে যাচ্ছে যেগুলো ডেটা সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালানোর জন্য উপযোগী হবে এবং এগুলো মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া’র চিপের সঙ্গে মিলে কাজ করবে।
রয়টার্স লিখেছে, বর্তমানে ডেটা সেন্টারে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এনভিডিয়া’র গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ চিপ, যেগুলো বড় বড় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রোগ্রাম যেমন চ্যাটবট চালাতে ব্যবহৃত হয়। এসব জিপিইউ-এর সঙ্গে সাধারণত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ নামে আরেক ধরনের চিপ একসঙ্গে কাজ করে। এ সিপিইউ চিপের বাজারে নেতৃত্ব দিয়ে আসছে ইনটেল ও এএমডি।
কোয়ালকম বলেছে, ডেটা সেন্টারের জন্য বিশেষভাবে তৈরি এক সিপিইউ আনতে যাচ্ছে তারা, যা এনভিডিয়া’র জিপিইউ ও সফটওয়্যারের সঙ্গে কাজ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই সময়ে এনভিডিয়ার প্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকতে পারাটা যে কোনও চিপ নির্মাতার জন্য একটি বড় অগ্রগতি। কারণ, মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির গ্রাফিক্স প্রসেসর ও সফটওয়্যার এআই প্রক্রিয়ায় অপরিহার্য হয়ে উঠেছে।
ডেটা সেন্টার বাজারে প্রবেশে আগ্রহী যে কোনও কোম্পানির জন্য এনভিডিয়ার সঙ্গে অংশীদারিত্ব এখন কার্যত একটি কৌশলগত চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে।
এ ঘোষণা আসলে কোয়ালকমের জন্য ডেটা সেন্টার বাজারে পুনরায় প্রবেশের মতো। কারণ গত দশকে তাদের আগের প্রচেষ্টা তেমন সফল হয়নি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এর আগে, ২০২১ সালে নুভিয়া কোম্পানিটিকে কিনে নেয় কোয়ালকম, যা আর্ম ডিজাইনের ওপর ভিত্তি করে চিপ ডিজাইন করে। একইসঙ্গে ডেটা সেন্টারের সিপিইউ নিয়ে কোয়ালকমের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোম্পানিটি।
ডেটা সেন্টার সিপিইউ বাজার এখনও খুব প্রতিযোগিতামূলক। বড় ধরনের বিভিন্ন ক্লাউড কম্পিউটিং কোম্পানি যেমন অ্যামাজন ও মাইক্রোসফট এরইমধ্যে তাদের নিজস্ব কাস্টম সিপিইউ ডিজাইন ও ব্যবহার করছে। এ বাজারে শক্তিশালী উপস্থিতি রয়েছে এএমডি ও ইনটেলেরও।
গত সপ্তাহে সৌদি আরবভিত্তিক এআই কোম্পানি ‘হুমেইন’-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে কোয়ালকম, যার লক্ষ্য ডেটা সেন্টার তৈরি করা। এভাবে তারা এই অঞ্চলে চুক্তি করা অন্যান্য মার্কিন প্রযুক্তি কোম্পানির সঙ্গে যোগ দিয়েছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে কাজ করবে হুমেইন।
ডেটা সেন্টার দুনিয়ায় প্রবেশ করা কোয়ালকমের একটি বিস্তৃত কৌশলেরই অংশ, যার মাধ্যমে নিজেদের ব্যবসাকে বৈচিত্র্যময় করবে কোম্পানিটি। আগে তাদের ব্যবসা মূলত স্মার্টফোনের চিপ ও মডেম বিক্রির ওপর নির্ভর করত বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমনের নেতৃত্বে গাড়ি ও পিসির জন্য চিপ তৈরি শুরু করেছে কোম্পানিটি, যেগুলো আগে মূলত তৈরি করত ইনটেল।
সোমবার তাইওয়ানের তাইপেই’তে কম্পিউটেক্স-এ এক প্রেজেন্টেশনের সময় আমন বলেছেন, এখন ৮৫টিরও বেশি পিসি ডিজাইন রয়েছে তাদের, যা স্ন্যাপড্রাগন এক্স সিরিজ চিপ’সহ বিক্রি বা উন্নয়নের পর্যায়ে আছে। এ বিষয়ে কোম্পানিটির প্রথম ঘোষণা আসে ২০২৩ সালে।
আমন আরও বলেছেন, সেপ্টেম্বরে তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনে পিসি’র জন্য এক নতুন চিপ আনার ঘোষণা দেবে তারা।