Published : 22 Jun 2025, 06:55 PM
শুরু হয়েছে ‘আইএসপি অপারেশন অ্যান্ড মেইনটেন্স উইথ রাউটার্স’ শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) ও বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিএসপি)’র যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়েছে শনিবার রাজশাহী মহানগর সিটিতে। এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছেন মোট ৬০ জন ইঞ্জিনিয়ার।
তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মো. মাহবুব হাসান পাভেল, ইমাম হাসান রাজা, সুমন কুমার সাহা ও মো. শামসুজ্জামান।
‘প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার মাধ্যমে নিরাপদে তথ্যপ্রযুক্তি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রান্তিক মানুষের নিকট সহজেই পৌঁছে’ দেওয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণ বলে উল্লেখ করেছে আইএসপিএবি। নেটওর্য়াক তৈরি ও প্রযুক্তিগত সমস্যা হলে তার নানা সমাধান এ প্রশিক্ষণের আলোচ্য বিষয়।
কর্মশালা উদ্বোধন করেছেন রাজশাহী বিভাগীয় কমিটির আহব্বায়ক মো. শহিদুল ইসলাম ও আইএসপিএবি’র পরিচালক এস এম সাইফুল ইসলাম সেলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির সকল সদস্য ও আইএসপিএবি’র অফিস সেক্রেটারি বিজয় কুমার পাল।
সোমবার আইএসপিএবি’র মহাসচিব নাজমুল করিম ভূঞাঁর উপস্থিতিতে প্রশিক্ষণ কেন্দ্র হোটেল ওয়ারিশন জুডিয়াক প্যালেসে সমাপনি আয়োজন হবে। প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমে কর্মশালাটি শেষ হবে।