Published : 18 Dec 2017, 08:12 PM
চলতি বছরের শুরুতে হাইপারলুপ ওয়ান প্রকল্পে বিনিয়োগ করে প্রকল্পটির অন্যতম সমর্থনদাতায় পরিণত হয় ব্র্যানসন মালিকানাধীন ভার্জিন গ্রুপ। এবার ব্র্যানসন-কে এই প্রকল্পের চেয়ারম্যান করা হবে বলে খবর বেরিয়েছে। এর ফলে অত্যন্ত দ্রুতগতির প্রায় বায়শূন্য এই টিউব ট্রেন ট্রানজিট প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে আরও পাঁচ কোটি ডলার যোগ হবে বলে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতদিন এই প্রকল্পের সহপ্রধান হিসেবে কাজ করে আসছিলেন বিনিয়োগকারী আর ও সহ-প্রতিষ্ঠাতা শেরভিন পিশেভার। যৌন হয়রানির অভিযোগে তাকে এই প্রকল্প ও তার নিজ প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। ব্র্যানসন ইতোমধ্যে এই প্রকল্পের পরিচালনা পর্ষদের একটি আসনে অধিষ্ঠিত ছিলেন।
ব্র্যানসন আসার পর ভার্জিন হাইপারলুপ ওয়ান-এ আসতে যাওয়া তহবিলটি প্রতিষ্ঠানটির জন্য দরকারি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইতোমধ্যে এই প্রকল্পে অর্থ সংকট শুরু হয়েছিল।