Published : 30 Jun 2025, 02:19 PM
সাইবার প্রতিরক্ষা ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব গড়তে চায় জার্মানি। একইসঙ্গে ‘সাইবার ডোম’ নামের এক প্রকল্প চালুর পরিকল্পনা করছে দেশটি।
রোববার জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট বলেছেন, যৌথভাবে জার্মান-ইসরায়েলি সাইবার গবেষণা কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে তারা। যার মাধ্যমে দুই দেশের বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা আরও গভীর করতে চায় জার্মানি।
রয়টার্স লিখেছে, ইউরোপে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম জার্মানি, এবং বার্লিন এখন ধারাবাহিকভাবে ইসরায়েলের প্রতিরক্ষা জ্ঞান ও অভিজ্ঞতার সহায়তা নিতে আগ্রহী, বিশেষ করে যখন রাশিয়া ও চীনের ক্রমাগত হুমকির মুখে নিজেদের সামরিক সক্ষমতা ও নেটোর প্রতি নিজেদের ভূমিকা বাড়ানোর দিকে এগুচ্ছে দেশটি।
জার্মানির বিল্ড পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল সফরের সময় ডব্রিন্ডট বলেছেন, “নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে কেবল সামরিক প্রতিরক্ষাই যথেষ্ট নয়, বরং সার্বিকভাবে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে বেসামরিক প্রতিরক্ষারও উন্নয়ন জরুরি।”
গত মাসে নতুন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টসের নিয়োগ পাওয়া ডব্রিন্ডট শনিবার ইসরায়েলে পৌঁছেছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বিল্ড পত্রিকার প্রতিবেদনে আরও রয়েছে, জার্মানির সাইবার প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ‘সাইবার ডোম’ গঠনের লক্ষ্যে পাঁচ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন ডব্রিন্ডট।
রোববারের আগে, জার্মানিকে ইসরায়েলের স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির মতো এক ‘আয়রন ডোম’ ব্যবস্থা গড়ে তুলতে দুই হাজারটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সংগ্রহের আহ্বান জানিয়েছেন বাভারিয়ার প্রধানমন্ত্রী মার্কুস স্যোডার।