Published : 15 Jun 2025, 04:30 PM
স্কেল এআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে এর সবচেয়ে বড় গ্রাহক গুগল।
প্রতিদ্বন্দ্বী মেটা স্কেল এআইয়ের ৪৯ শতাংশ মালিকানা নেওয়ার খবর প্রকাশের পর কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।
স্কেল এআইকে ২০২৫ সালে প্রায় ২০ কোটি ডলার পরিশোধ করার পরিকল্পনা ছিল গুগলের, যার মাধ্যমে চ্যাটজিপিটি প্রতিদ্বন্দ্বী ‘জেমিনাই’ এআই মডেলসহ নানা প্রযুক্তি উন্নয়নের জন্য ‘হিউম্যান লেবেলড’ প্রশিক্ষণ ডেটা সংগ্রহ করা হতো। তবে সূত্র বলছে, মেটার বিনিয়োগের খবর ছড়ানোর পর গুগল এরইমধ্যে স্কেল এআইয়ের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আলোচনা শুরু করেছে।
৪৯ শতাংশ মালিকানা নেওয়ার পর স্কেল এআইয়ের মূল্য দাঁড়িয়েছে দুই হাজার নয়শ কোটি ডলার, যেখানে এর আগের মূল্য ছিল এক হাজার চারশ কোটি।
স্কেল এআইয়ের মূল আয় আসে বড় বড় জেনারেটিভ এআই ল্যাবগুলোর কাছ থেকে, যারা ইতিহাসবিদ ও বিজ্ঞানীদের মতো বিশেষজ্ঞদের মাধ্যমে লেবেল করা জটিল ডেটাসেট কিনে থাকে। এই কাজগুলো একটি একটি করে ১০০ ডলার পর্যন্ত মূল্যের হতে পারে।
তবে এখন এই ল্যাবগুলো স্কেল এআই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মাইক্রোসফট, ইলন মাস্কের এক্সএআই এবং এমনকি ওপেনএআইও তাদের সম্পর্ক ছিন্ন বা সীমিত করেছে। যদিও ওপেনএআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানান, স্কেল এআই তাদের অনেক ডেটা ভেন্ডরের একটি হিসেবে থাকছে।
টেক জায়ান্টগুলো আশঙ্কা করছে, স্কেল এআইয়ের সঙ্গে কাজ করলে তাদের গবেষণা রোডম্যাপ, প্রোটোটাইপ এবং গোপন তথ্য মেটার কাছে পৌঁছে যেতে পারে। কারণ, এখন মেটা স্কেল এআইয়ের একটি বড় অংশের মালিক।
স্কেল এআই বলছে, তারা গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের ব্যবসা এখনও শক্তিশালী।
তবে এই পরিবর্তন স্কেল এআইয়ের প্রতিদ্বন্দ্বীদের জন্য বিশাল সুযোগ তৈরি করেছে। স্কেল প্রতিদ্বন্দ্বী লেবেলবক্সের প্রধান নির্বাহী মনু শর্মা বলছেন, “আমাদের আশা, এই বছরেই শত শত কোটি ডলারের নতুন আয় আসবে স্কেল থেকে আসা গ্রাহকদের মাধ্যমে।”
স্কেল এআই এমন ল্যাবগুলো প্রতিস্থাপন করতে চায় যেখানে নিজস্ব ডেটা লেবেলার নিয়োগ দেওয়ার দিকে ঝুঁকছে। এতে তাদের তথ্য আরও নিরাপদ থাকবে বলে মনে করছেন মেরকর নামক একটি প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ব্রেন্ডান ফুডি।
২০১৬ সালে প্রতিষ্ঠিত স্কেল এআই বর্তমানে যুক্তরাষ্ট্র সরকার ও স্বয়ংক্রিয় গাড়ি প্রস্তুতকারকদেরও ডেটা লেবেলিং সেবা দিয়ে থাকে। তবে সবচেয়ে বড় আয় আসে এআই ল্যাবগুলোর কাছ থেকেই।
এই বিনিয়োগের ফলে স্কেল এআইয়ের সিইও আলেকজান্ডার ওয়াং মেটায় এআই প্রধানের পদে যোগ দিতে যাচ্ছেন।