Published : 03 Jun 2024, 04:50 PM
সম্প্রতি নিজেদের নতুন এআই চিপের প্রথম ঝলক দেখিয়েছে মার্কিন চিপ জায়ান্ট এএমডি।
এর পাশাপাশি, চিপ খাতের শীর্ষে থাকা এনভিডিয়া’কে চ্যালেঞ্জ জানাতে সামনের দুই বছর নিজেদের এআই চিপ উৎপাদনের বিস্তারিতও প্রকাশ করেছে কোম্পানিটি।
তাইওয়ানের রাজধানী তাইপে’তে ‘কমপ্লেক্স টেকনোলজি ট্রেড’ আয়োজনে এএমডি’র নতুন ‘এমআই৩২৫এক্স এক্সিলারেটর’ দেখান কোম্পানিটির সিইও লিসা সু, যা বাজারে আসবে ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে।
জেনারেটিভ এআই-এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে উন্নত চিপের চাহিদা বাড়ছে, কারণ বিভিন্ন এআই ডেটা সেন্টারের জটিল অ্যাপ্লিকেশন চালাতে এই চিপ লাগে।
তারই প্রেক্ষিতে, চিপ খাতের ৮০ শতাংশ দখলে রেখে একচেটিয়া রাজত্ব করা এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্য নিয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা শহরভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি এএমডি।
গত বছর থেকেই এনভিডিয়া বিনিয়োগকারীদের জানিয়েছে, বছরওয়ারি আগের চেয়েও ঘন ঘন তারা নতুন চিপ আনবে। আর এখন এএমডি’ও সে পথেই এগোচ্ছে।
“কোম্পানি হিসেবে এআই অবশ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যে, আমরা কোম্পানির অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতার পুরোটাই ব্যবহার করেছি,” বলেন সু।
এর পাশাপাশি, আয়োজনটিতে ‘এমআই৩৫০’ নামের একটি আসন্ন সিরিজের চিপও দেখিয়েছে এএমডি, যা বাজারে আসতে পারে ২০২৫ সালে। আর এতে পুরোপুরি নতুন ধরনের চিপ নির্মাণশৈলী ব্যবহার করা হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এএমডি’র দাবি, বর্তমান বাজারে প্রচলিত ‘এমআই৩০০’ সিরিজের এআই চিপের তুলনায় নতুন এ চিপে ‘ইনফিয়ারেন্স’-এর কার্যকারিতা ৩৫ গুণ ভাল, যা মূলত জেনারেটিভ এআইয়ের বিভিন্ন জবাব কম্পিউট করার প্রক্রিয়া।
এ ছাড়া, ‘এআই৪০০’ সিরিজের চিপও দেখিয়েছে এএমডি, যা বাজারে আসতে পারে ২০২৬ সালে। আর এতে ‘নেক্সট’ নামের একটি চিপ নির্মাণশৈলী ব্যবহার করা হবে।
২০২৩ সাল শুরুর পর থেকে এএমডি’র শেয়ারমূল্য হয়েছে দ্বিগুণেরও বেশি। তবে, একই সময়ে এনভিডিয়ার সাত গুণের তুলনায় তা নিতান্তই সাদামাটা।