Published : 23 Sep 2024, 04:35 PM
অনেক বছর নিয়মিত ব্যবহারের ফলে ল্যাপটপে কাজের গতি ধীর হয়ে যায়। পাশাপাশি, দেখতেও অনেক পুরনো লাগে। তবে, খুব সহজ কিছু পদক্ষেপের মাধ্যমে একটি পুরনো ল্যাপটপে নতুনত্ব যোগ করা সম্ভব।
কীভাবে পুরনো ল্যাপটপ নতুন করে সাজাবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
নতুন এসএসডি
প্রথাগত হার্ড ডিস্ক বা এইচডিডি’র বদলে ল্যাপটপে এসএসডি ইনস্টল করলে সেটি ল্যাটপের কাজের দ্রুততা অনেকটাই বাড়াবে। তথ্য পড়তে এবং লিখতে ‘স্পিনিং ডিস্ক’ পদ্ধতি ব্যবহার করে এইচডিডি। আর সময়ের সঙ্গে সঙ্গে এর গতি কমে যায়।
এর পরিবর্তে এসএসডি ফ্ল্যাশ মেমরি পদ্ধতি ব্যবহার করে, যা অ্যাপ লোড ও ফাইল স্থানান্তর দ্রুত করতে পারে। ফলে, এসএসডি রয়েছে এমন ল্যাপটপ প্রথম ব্যবহারের সময় মনে হতে পারে একেবারেই নতুন ল্যাপটপ।
ডেস্কটপ পরিষ্কার রাখুন
ল্যাপটপ চালু করলেই সামনে হ-য-ব-র-ল অবস্থা দেখলে কারোরই ভালো লাগার কথা নয়। এ ছাড়া, ডেস্কটপে অনেক অযথা ফাইল ও অ্যাপ রাখলে সেটি ল্যাপটপের কার্যকারিতাতেও প্রভাব ফেলতে পারে।
ডেস্কটপে অসংখ্য অ্যাপের শর্টকাট থাকলে সেগুলো আলাদা ফোল্ডারে গুছিয়ে রাখতে পারেন। এ ছাড়া কেবল প্রয়োজনীয় অ্যাপের শর্টকাটই ডেস্কটপে রাখার চেষ্টা করুন।
ল্যাপটপটি পরিষ্কার করুন
বছরের পর বছর ব্যবহারের ফলে, ল্যাপটপের স্ক্রিন, কিবোর্ড এবং পোর্টে ধুলাময়লা জমে। আঙুলের ছাপও ল্যাপটপের গায়ে লেগে থাকে, বিশেষ করে টাচপ্যাডের চারপাশে। এগুলো ল্যাপটপের বাহ্যিক সৌন্দর্য কমিয়ে দেয়, যা একে আরও পুরনো দেখায়। এ ছাড়া, ময়লা আটকে থাকা ভেন্ট বাতাস প্রবাহে বাধা দেয়, যার ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হতে পারে এবং কর্মক্ষমতায়ও প্রভাব ফেলতে পারে।
এর চেহারা ফেরাতে ও অতিরিক্ত গরম হওয়া আটকাতে, ল্যাপটপটি ভালো করে পরিষ্কার করুন। ডিসপ্লের জন্য ‘স্ক্রিন সেইফ’ ক্লিনারসহ একটি মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। বাইরের জন্য হালকা ভেজা কাপড়। কিবোর্ড-এর ওপর ভেজা কাপড় ব্যবহার করবেন না। কিবোর্ড থেকে ময়লা বের করে দেওয়ার জন্য ‘কমপ্রেসড এয়ার’ বা বাতাস ব্যবহার করুন ও সম্ভবত হলে বাতাস বের হওয়ার ভেন্টগুলো পরিষ্কার করতে পেছনের প্যানেলটি খুলুন।
বাড়িতে এগুলো করতে না পারলে দোকানে নিয়ে করাতে পারেন।
ব্যাটারি পরিবর্তন করুন
ব্যাটারিতে চলে এমন ডিভাইস অনেকদিন ব্যবহার করলে চার্জে কিছুটা হেরফের হবেই। ল্যাপটপ যদি পূর্ণ চার্জে দেড় দুই ঘণ্টা চালাতে কষ্ট হয়, ধরে নিতে পারেন এর ব্যাটারি বদলানোর সময় হয়েছে।
দীর্ঘ সময়ের জন্য ল্যাপটপ চার্জে প্লাগ ইন না করেই চালানোর সুযোগ দেবে নতুন ব্যাটারি। পাশাপাশি এতে গতিও কিছুটা বাড়তে পারে। তাই, চার্জ দ্রুত চলে গেলে ল্যাপটপে একটি নতুন ব্যাটারি লাগিয়ে নিন।
স্ক্রিন প্রটেকটর ও ব্যাক কভার
স্ক্রিন প্রটেকটর ডিসপ্লেকে দাগ ও ক্ষতি থেকে রক্ষা করে, কিন্তু সময় গেলে এটি নিজেই ঘোলাটে হয়ে যেতে পারে। একইভাবে, একটি কাস্টম ব্যাক কভার ল্যাপটপের চেহারা উন্নত করে ও বাহ্যিক অংশকে রক্ষা করে। তবে, এটিও সময়ের সঙ্গে নষ্ট হতে পারে।
একটি নতুন স্ক্রিন প্রটেকটর ডিসপ্লের স্বচ্ছতা বাড়ায়, যাতে মনে হতে পারে ল্যাপটপটি একদমই নতুন৷ আর বিভিন্ন ট্রেন্ডি নকশায় ব্যাক কভার আপডেট করলে ল্যাপটপটি নতুন চেহারা পাবে। এটি ছোট পদক্ষেপ মনে হলেও এটি ল্যাপটপকে নতুন রূপ দিতে পারে।
আরও খবর: