Published : 22 Jun 2025, 05:21 PM
এবার ওকলি’র সঙ্গে মিলে স্মার্ট চশমার নতুন ও উন্নত এক সংস্করণ চালু করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
‘ওকলি মেটা এইচএসটিএন’ নামের নতুন এ চশমার দাম চারশ ৯৯ ডলার। সামনের বছর চশমার আরও কিছু সংস্করণ তিনশ ৯৯ ডলারে বাজারে আনবে মেটা। ডলারের মতোই পাউন্ডেও এর দাম একই রাখা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এর আগে, মেটার যেসব স্মার্ট চশমা রে-ব্যানের সঙ্গে মিলে তৈরি হয়েছিল এসব নতুন চশমা তার মতোই। ওকলি ও রে-ব্যান-এর মূল কোম্পানিও একই মালিকানার। তবে এইচএসটিএন চশমাগুলো দেখতে সাধারণ হলেও এতে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার রয়েছে।
এসব চশমা ফোনের সঙ্গে যোগ করে ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, কল করা ও গান শোনার মতো কাজ করা যায় বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
সম্প্রতি মেটা এই স্মার্ট চশমাকে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম হিসেবেও ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে গ্রাহকদের।
যেমন– এ নতুন চশমার মাধ্যমে ব্যবহারকারী এআই অ্যাসিস্টেন্টের সঙ্গে কথা বলতে পারবেন ও কোনো কিছুর দিকে তাকিয়ে সেটি সম্পর্কে তথ্য জানতে চাইলেও বলে দেবে চশমাটি।
নতুন সংস্করণের এসব চশমায় আগের মডেলের চেয়ে বেশ কিছু উন্নত ফিচার যোগ করেছে মেটা। যার মধ্যে রয়েছে, আরও দীর্ঘ ব্যাটারি লাইফ, উন্নত পানি প্রতিরোধ সক্ষমতা ও ১০৮০পি রে-ব্যান চশমার চেয়ে অনেক উন্নত থ্রিকে ক্যামেরা।
নতুন এই ওকলি মডেলটির মাধ্যমে ক্রীড়াবিদদের, বিশেষ করে দৌড়বিদ ও সাইক্লিস্টদের আকৃষ্ট করার দিকেও গুরুত্ব দিচ্ছে ফেইসবুকের মূল কোম্পানিটি।
ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর আদলে তৈরি নিজেদের থ্রেডস প্লাটফর্মের এক পোস্টে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এসব নতুন চশমা ‘অ্যাকশনের জন্য তৈরি’।
কোম্পানিটি বলেছে, তাদের এসব এআই ফিচার ক্রীড়াবিদদের কাজে আসবে। যেমন– গলফ খেলতে গিয়ে কেউ এআইকে জিজ্ঞাসা করতে পারেন বাতাসের গতি কত? আর সঙ্গে সঙ্গে চশমার সিস্টেমটি সেই তথ্য ব্যবহারকারীকে জানিয়ে দেবে।
প্রথম সংস্করণের এসব চশমা সীমিত সংখ্যায় বাজারে আনবে মেটা। এতে থাকবে নানা রঙের ফ্রেমের অপশন। যেমন– ওয়ার্ম গ্রে বা উষ্ণ ধূসর, ব্ল্যাক বা কালো, ব্রাউন স্মোক বা হালকা বাদামি ধোঁয়াটে ও স্বচ্ছ রঙের। পাশাপাশি লেন্সেরও বিভিন্ন ধরনের অপশন থাকবে। ফলে ব্যবহারকরীরা চাইলে সাধারণ স্বচ্ছ লেন্স বা সানগ্লাস লেন্স নিতে পারবেন।
রে-ব্যান এবং ওকলি উভয়ের মূল কোম্পানি ফ্রান্সের চশমা কোম্পানি লাক্সেটিকা’র সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব রয়েছে মেটার। ওকলি আশা করছে, ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি বছর মেটা এক কোটি স্মার্ট চশমা তৈরি করবে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ওকলি’র সঙ্গে এই সহযোগিতার বাইরে গিয়ে ইতালীয় বিলাসবহুল ফ্যাশন কোম্পানি প্রাদা’র সঙ্গে মিলে নতুন কোনো চশমা তৈরি করতে পারে মেটা।
মেটার আশা, এসব সানগ্লাস ভবিষ্যতে তাদের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের সঙ্গে মিলিয়ে এমন এক পরিধেয় চশমা তৈরি করা যাবে, যাতে ব্যবহারকারীরা মেটাভার্সে প্রবেশের জন্য ডিসপ্লে’সহ এসব চশমা ব্যবহার করতে পারেন।