Published : 21 Jun 2025, 05:33 PM
বাজারে নতুন ডিভাইস এনেছে গারমিন, যা কেবল ঘুমানোর সময় পরতে হবে। ব্যান্ডের মতো এ ডিভাইসটির নাম ‘ইনডেক্স স্লিপ মনিটর’। এটি এমন একটি ব্যান্ড যা হাতের কনুইয়ের উপরের অংশের চারপাশে পরতে হয়। ব্যান্ডটি এর ব্যবহারকারী কতটা বিশ্রাম পাচ্ছেন তা ট্র্যাক করে।
গারমিন বলেছে, মানুষ কতক্ষণ এবং কতটা ভালো ঘুমায় তা বোঝার জন্য এটি তৈরি করা হয়েছে।
কোম্পানিটির অনেক ডিভাইস ইতিমধ্যে তার ব্যবহারকারীদের ঘুম ট্র্যাক করে। উদাহরণস্বরূপ, এর স্মার্টওয়াচ ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তি কীভাবে ঘুমিয়েছেন তার বিস্তারিত বিবরণ পেতে পারেন।
তবে গারমিন বলছে নতুন এ ডিভাইসটি আরও বিস্তারিত তথ্য দেবে এবং যারা রাতে ঘুমানোর সময় ঘড়ি পরতে চান না তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা।
এটি গারমিন অ্যাপ এবং এর সঙ্গে ব্যবহার করা ঘড়ির সাথে সিংক করবে, ফলে যারা স্লিপ মনিটর এবং ঘড়ি উভয়ই পরেন তাদের তথ্য দুই ডিভাইসেই পাওয়া যাবে।
যখন ব্যবহারকারী ডিভাইসটি নিয়ে ঘুমাবেন, তখন তাদের মোট ঘুমের স্কোর ১০০ এর মধ্যে একটি দেখানো হবে যে তারা কতটা ভালো ঘুমিয়েছেন। এটি ঘুমের সময়কাল, চাপ ইত্যাদির তথ্য দেখাবে।
ব্যান্ডটি আরও বিস্তারিত তথ্য যেমন ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন, তাদের রক্তে অক্সিজেনের পরিমাণ, তারা কতবার শ্বাস নিয়েছে এবং ত্বকের তাপমাত্রা ইত্যাদি ট্র্যাক করবে।
এতে একটি ‘স্মার্ট ওয়েক অ্যালার্ম’ রয়েছে যা ঘুম থেকে ওঠার জন্য সবচেয়ে উপযুক্ত সময় খুঁজে বের করার চেষ্টা করবে। তারপর একটি মৃদু কম্পনের মাধ্যমে ঘুম ভাঙাবে।
নতুন এ ব্যান্ডটি হুপের সঙ্গে লড়াই করতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে। হুপ সাম্প্রতিক সময়ে নতুন ব্যান্ডের পাশাপাশি নতুন পেইমেন্টের শর্তাবলী প্রকাশ করার পর তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে, যা অনেক ব্যবহারকারীই অন্যায্য বলে মনে করেছেন।
হার্ট মনিটরের জন্য সর্বাধিক পরিচিত পোলার একটি নতুন ‘স্ক্রিন ফ্রি রিস্ট ডিভাইস’ চালু করার ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরেই গারমিন এই ব্যান্ডটির ঘোষণা দিল।
কোম্পানিটি তাদের এক ঘোষণায় বলেছে এটি বাজারে থাকা অন্যান্য হেলথ ব্যান্ড এবং ফিটনেস ট্র্যাকারের সাবস্ক্রিপশন মুক্ত বিকল্প হবে।
পোলারের প্রধান নির্বাহী এক বিবৃতিতে বলেছেন, ‘স্ক্রিনের দিকে তাকানো ছাড়া বা নিয়মিত নোটিফিকেশনের চাপ ছাড়াই ব্যবহারকারীদের ট্র্যাক করতে পারে এমন একটি ডিভাইসের জন্য ক্রেতাদের অনুরোধের ভিত্তিতেই এই ডিভাইসটি আসছে।’