Published : 04 Jul 2025, 04:35 PM
ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ৩১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে মার্কিন সার্চ জায়ান্ট গুগলকে– রায় দিয়েছে অঙ্গরাজ্যটির এক জুরি।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার স্যান হোসে শহরের একটি আদালতের জুরি এ রায় দিয়েছে। মামলার বাদীপক্ষের একজন আইনজীবী বলেছেন, গুগল তাদের ব্যবহারকারীদের ফোনের তথ্যের অপব্যবহার করেছে। এজন্য কোম্পানিটিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ হিসেবে ৩১ কোটি ৪৬ লাখ ডলার দিতে হবে।
মামলার বাদীপক্ষের সঙ্গে একমত পোষণ করে জুরিরা বলেছেন, ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের ডিভাইস থেকে তথ্য আদান-প্রদান করেছে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল, এমনকি যখন এসব ডিভাইস ব্যবহার হচ্ছিল না তখনও তা করেছে মার্কিন সার্চ জায়ান্টটি।
ফলে মামলাটিকে “গুগলের সুবিধার জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাঁধে চাপিয়ে দেওয়া বাধ্যতামূলক ও এড়ানো অসম্ভব এমন বোঝা” বলে বর্ণনা করেছে জুরি।
এক বিবৃতিতে গুগলের মুখপাত্র হোসে কাস্টানেডা বলেছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। রায়টি “অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তা, কর্মসক্ষমতা ও নির্ভরযোগ্যতার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কিছু পরিষেবাকে ভুলভাবে ব্যাখ্যা করেছে।”
বাদীপক্ষের আইনজীবী গ্লেন সামার্স বলেছেন, আদালতের রায়ে “জোরালোভাবে প্রমাণ মিলেছে, আমাদের অভিযোগ ঠিক এবং গুগল যা করেছে তা খুবই গুরুতর ভুল”।
২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের একটি আদালতে এ ক্লাস অ্যাকশন মামলাটি দায়ের করে বাদীপক্ষ, যেখানে ক্যালিফোর্নিয়াবাসীর পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় এক কোটি ৪০ লাখ ডলার দাবি করেছিলেন তারা।
তাদের অভিযোগ, গুগল নিজেদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত বিভিন্ন ফোন থেকে, এমনকি ফোন ব্যবহার না থাকা অবস্থায়ও ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহ করেছে, যেটি নিজের ব্যবসায়িক উদ্দেশ্যে বা বিজ্ঞাপন দেখানোর মতো কাজে ব্যবহার করেছে গুগল। ফলে ব্যবহারকারীদের মোবাইল ডেটা খরচ হয়েছে, যা নিজেদের পকেট থেকেই দিতে হয়েছে তাদের। তবে লাভ হয়েছে গুগলের।
গুগল আদালতে বলেছে, তথ্যের আদান-প্রদানের কারণে কোনও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ক্ষতির মুখে পড়েননি। ব্যবহারকারীরা কোম্পানির পরিষেবা শর্তাবলী ও প্রাইভেসি নীতিমালা পড়ে নিজেদের ইচ্ছায় তথ্য আদান-প্রদানের অনুমতি দিয়েছিলেন।
স্যান হোসে শহরের এ ফেডারেল আদালতে গুগলের বিরুদ্ধে কেবল ক্যালিফোর্নিয়া নয়, যুক্তরাষ্ট্রের বাকি ৪৯টি অঙ্গরাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষ থেকেও আলাদা করে কোম্পানিটির বিরুদ্ধে একই ধরনের আরেকটি মামলা করা হয়েছে, যার বিচার শুরু হবে ২০২৬ সালের এপ্রিলে।